promotional_ad

তাসকিনের চাওয়া সারাদিন ব্যাটিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে রাওয়ালপিন্ডিতে রঙিন দিন পার করেছে বাংলাদেশ। পাকিস্তানকে ২৭৪ রানে অল আউট করে দেয়ার পর শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে দুই ওভারে বিনা উইকেটে ১০ রান তুলেছে সফরকারীরা। রাওয়ালপিন্ডি টেস্টের নিয়ন্ত্রণ নিতে তৃতীয় দিনের পুরোটা সময় বাংলাদেশকে ব্যাটিং করতে দেখতে চান তাসকিন।


টস জিতে বোলিংয়ে নেমে তাসকিনের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে প্রথম ওভারেই আব্দুল্লাহ শফিককে ফেরায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে পাকিস্তানকে পথ দেখান সাইম আইয়ুব ও শান মাসুদ। তাদের দুজনের ব্যাটে প্রথম সেশনে দাপট দেখালেও লাঞ্চের পর মিরাজের ঘূর্ণিতে ফিরে গেছেন শান ও সাইম। মাঝে প্রত্যাশিত রান করতে পারেননি বাবর আজম, সাউদ সাকিল, মোহাম্মদ রিজওয়ানরা।



promotional_ad

শেষদিকে সালমান আলী আঘার হাফ সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে স্বাগতিকদের গুঁড়িয়ে দেয়ার কাজটা করেছেন ৫ উইকেট নেয়া মিরাজ ও ৩ উইকেট শিকার করা তাসকিন। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম ও জাকির হাসানকে খেলতে হয়েছে ২ ওভার। যদিও ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারাতে পারতো বাংলাদেশ।


মীর হামজার অফ স্টাম্পের বাইরের বলে গালিতে থাকা সাকিলের হাতে ক্যাচ দিলেও সেটা লুফে নিতে পারেননি। জীবন পাওয়ার পরও খুব একটা স্বস্তিতে ছিলেন না তিনি। তবে কোন উইকেট না হারানোয় খানিকটা স্বস্তি সফরকারীদের। জাকির ও সাদমান মিলে তৃতীয় দিনের সকালে নতুন করে শুরু করবেন। প্রথম ইনিংসে লিড নিতে হলে আরও ২৬৫ রান করতে হবে বাংলাদেশকে। উইকেট স্পোর্টিং হওয়ায় বাংলাদেশের ব্যাটারদেরকে সারাদিন ব্যাটিং করতে দেখতে চান তাসকিন।


২৯ বছর বয়সী এই পেসার বলেন, ‘আসলে লিড নেওয়াটা অনেক জরুরি। উইকেট যথেষ্ট স্পোর্টিং। বোলিং, ব্যাটিং দুইটাতেই সাহায্য পাওয়া যাচ্ছে। স্পিন, পেস দুই ধরনের বোলিংয়েই সাহায্য পাওয়া যাচ্ছে। ব্যাটারদের সেট হওয়াটা গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা যদি কালকের দিনটা সারাদিন ব্যাট করতে পারি এবং ভালো একটা সংগ্রহ দাঁড় করাই ফলাফল আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ।’



উইকেটে বোলারদের জন্য সুবিধা না থাকায় বাংলাদেশের ব্যাটারদের চেপে ধরতে পারেন হামজা, খুররাম শাহজাদ, আবরার আহমেদরা। এমন অবস্থায় যত দ্রুত সম্ভব ব্যাটারদেরকে বল পুরনো করার পরামর্শ দিয়েছেন তাসকিন। তিনি বলেন, ‘তারা দারুণ বোলিং ইউনিট। অত দেখা হয়নি এখনও। প্রথম টেস্টে যা দেখলাম তারা বেশ ভালো বোলার। ব্যাটারদের বলতে চাইব, নতুন বলটাকে পুরনো বানিয়ে ফেলতে। তখনই সাহায্য পাওয়া যাবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball