বাংলাদেশ লিজেন্ডসের বিপক্ষে চ্যারিটি ম্যাচ খেলতে চায় পাকিস্তান

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বন্যাকে ঘিরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে 'চ্যারিটি ম্যাচ'। বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের প্রতি সহায়তার হাত বাড়াতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ কারণে দেশটির একটি ক্রিকেট দল বাংলাদেশে পাঠাতে আগ্রহী তারা। অবশ্য জাতীয় দলের কোনও ক্রিকেটার নয়, চ্যারিটি ম্যাচ হলে বাংলাদেশে আসবেন শহীদ আফ্রিদি বা ওয়াসিম আকরামদের মতো সাবেক ক্রিকেটাররা।
বাংলাদেশ লিজেন্ডেসের বিপক্ষে একটি সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছেন তারা। পিসিবির একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই নিশ্চিত করেছে। তবে এই বিষয়ে বিসিবির কাছে এখনও আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি বলে নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। তবে সিরিজটি আয়োজিত হলে ২ থেকে ৩ ম্যাচের হবার সম্ভাবনাই বেশি।

কয়েক দিনের প্রবল বৃষ্টি ও উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে বন্যাকবলিত হয়েছে বাংলাদেশের ১২টি জেলা। সরকারি হিসাবে, মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫১ লাখ মানুষ। বন্যাকবলিত মানুষের জন্য মন কাঁদছে ক্রিকেটারদেরও।
একটা সময় মানুষের সেবায় ক্রিকেটে চ্যারিটি ম্যাচ আয়োজন করা হত নিয়মিত। বিশ্ব একাদশ, এশিয়া একাদশের মধ্যে সিরিজও আয়োজিত হয়েছে অনেকবার। ২০০৫ সালে সুনামিতে আক্রান্তদের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বিশ্ব ক্রিকেট সুনামি আবেদন নামে একটি ক্রিকেট খেলায় প্রতিদ্বন্দ্বিতার জন্য এসিসি এশিয়ান একাদশ ক্রিকেট দল গঠন করা হয়।
এরপূর্বে ২০০৪ সালে ভারত মহাসাগরে ভূমিকম্পে সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগে আক্রান্তদের জন্যেও খেলা অনুষ্ঠিত হয়েছিল। এ ছাড়াও আফ্রিকান ক্রিকেট সংস্থা ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তহবিল বৃদ্ধির লক্ষ্যে এশীয় দলটি আফ্রিকান ক্রিকেট একাদশ দলের বিপক্ষে আফ্রো-এশিয়া কাপ প্রতিযোগিতায় নিয়মিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করে এসেছে।
২০০৫ সালে আফ্রো-এশিয়া কাপের উদ্বোধনী আসর সাউথ আফ্রিকায় বসে এবং দ্বিতীয়টি ২০০৭ সালে অনুষ্ঠিত হয়। এরপর অবশ্য এই ধরণের কোন ম্যাচ আর তেমনভাবে আয়োজিত হয়নি, তবে মাঝে সাউথ আফ্রিকার ক্রিকেটাররা নিজেদের মাঝে একটি চ্যারিটি ম্যাচ খেলেছিলেন।