আফ্রিদিকে বাদ দেয়ার কারণ জানাল পিসিবি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন শাহীন শাহ আফ্রিদি। যার কারণে চলছে জল্পনা-কল্পনা। অবশেষে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিজেদের মতামত দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন প্রথমবারের মতো বাবা হওয়ার সুসংবাদ পান আফ্রিদি। নবজাতককে দেখার জন্যে এই বাঁহাতি পেসারকে করাচিতে যাওয়ার অনুমতি দেয় পিসিবি। সেক্ষেত্রে প্রাথমিকভাবে দ্বিতীয় টেস্টে খেলার কথাই ছিল না আফ্রিদির।

কিন্তু কিন্তু দ্বিতীয় টেস্ট শুরুর দু'দিন আগে আফ্রিদিকে আবারও দলের সঙ্গে যোগ দিতে বলা হয়। বোর্ডের নির্দেশ পেয়ে যোগ দেন আফ্রিদি। অথচ তাকে বাদ দিয়েই ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান।
পাকিস্তানের গণমাধ্যম বলছে, এ কারণে নাকি 'মন খারাপ' আফ্রিদিরও। একাদশে না রাখলে দলের সঙ্গে যুক্ত হতে বলার কোনও কারণই খুঁজে পাচ্ছেন না তিনি। এমন সময়ে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল পিসিবি।
তারা বলেছে, ‘টিম ম্যানেজমেন্ট শাহীন শাহ আফ্রিদিকে তার পরিবারের সাথে সময় কাটানোর জন্য টেস্ট স্কোয়াড থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে ২০ থেকে ২৫ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অংশ নেয়া শাহীন দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বৃহস্পতিবার ঘোষিত ১২ সদস্যের দলে নেই।’
প্রথম টেস্টে দুই উইকেট পেয়েছিলেন আফ্রিদি। দুটি উইকেটই তিনি নেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে কোনও উইকেটই হারায়নি বাংলাদেশ। যার কারণে সেই ইনিংসে খালি হাতে ফিরেন আফ্রিদি। প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ।