promotional_ad

বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে বাংলাদেশ। সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে প্রথম ইনিংসে বড় লিড নেয় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসান ও মিরাজের স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি শান মাসুদরা। ৩০ রানের সহজ লক্ষ্য তাড়ায় তাই ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।


পাকিস্তানের মাটিতে তাদেরকে হারানোয় দ্বিতীয় টেস্টের আগে খানিকটা নির্ভার থাকতে পারেন নাজমুল হোসেন শান্তরা। কারণ ৩০ আগষ্ট থেকে শুরু হওয়া টেস্ট হারলেও সিরিজ হারবে না বাংলাদেশ। এদিকে ড্র করলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নেবে সফরকারীরা। এমন অবস্থায়ও বাবর আজমদের বিপক্ষে আক্রমণাত্বক পরিকল্পনায় খেলার আভাস দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে।



promotional_ad

কন্ডিশনের খুব বেশি পরিবর্তন না হলে এমন কিছু থেকে সরে আসার সুযোগ নেই বাংলাদেশের। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘অবশ্যই, আমরা সবসময় আক্রমণাত্বক পরিকল্পনা নিয়েই এগোই। কন্ডিশনের উপর নির্ভর করে আমাদের পরিকল্পনা পরিবর্তন হয়।’


‘প্রথম ম্যাচের সঙ্গে আমাদের প্রস্তুতির তেমন কোন পার্থক্য নাই। আমরা আমাদের শক্তি এবং সীমাবদ্ধতা সম্পর্কে জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতা নিয়েও আমাদের বেশ ভালো ধারণা আছে। আমরা যখন পরিকল্পনা করি তখন উইকেট এবং আকাশের অবস্থা দেখতে হয়।’


সিরিজের প্রথম টেস্টে তিন পেসারের সঙ্গে স্পিনার হিসেবে সাকিব ও মিরাজকে খেলিয়েছে বাংলাদেশ। এদিকে দ্বিতীয় টেস্টে স্কোয়াডে যুক্ত হয়েছেন তাসকিন আহমেদ। রাওয়ালপিন্ডির ঘাসের উইকেটে একাদশে দেখা যেতে পারে ডানহাতি পেসারকে। প্রথম ম্যাচ জিতলেও পরের টেস্টের একাদশে পরিবর্তন আনার আভাস দিয়ে রেখেছেন হাথুরুসিংহে। এদিকে দ্বিতীয় টেস্টেও লড়াইয়ের আশা করছেন তিনি।



হাথুরুসিংহে বলেন, ‘দলের সবার আত্মবিশ্বাস তো এখন খুবই ভালো। এটার অবশ্য যথেষ্ট কারণও আছে। দেখুন, পাকিস্তানকে তাদের মাটিতে হারানোর কাজটা একেবারে সহজ নয়। তারা খুবই শক্তিশালী দল, এখনও আমরা দ্বিতীয় ম্যাচে ভালো লড়াইয়ের আশা করছি। কন্ডিশনের উপর নির্ভর করে আমরা কিছু পরিবর্তন আনতে পারি। যখন উইকেট দেখার সুযোগ পাব তখন সিদ্ধান্ত। আমরা এখন পর্যন্ত উইকেট দেখার সুযোগ পাইনি কারণ ঢেকে রাখা ছিল। আগের ম্যাচের চেয়ে আবহাওয়াও একটু ভিন্ন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball