promotional_ad

চাকরি নিয়ে বিসিবির সাথে কথা বলতে চান হাথুরুসিংহে

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও চাকরি হারানোর শঙ্কায় আছেন চন্ডিকা হাথুরুসিংহে। এমন আশঙ্কার আঁচ পেয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে বাংলাদেশের প্রধান কোচ জানিয়েছিলেন, বিসিবি চাইলে তিনি চাকরি ছাড়তে রাজি। তবে রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটের জয়ের পর নিজের ভবিষ্যত নিয়ে বিসিবির সঙ্গে কথা বলতে চান হাথুরুসিংহে।


২০১৬ সালে হাথুরুসিংহের কারণে দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে পদত্যাগ করেছিলেন তৎকালীন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিসিবির বাইরে থাকার সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান কোচকে নিয়ে প্রায়শই সমালোচনা করেছেন তিনি। এদিকে কদিন আগে বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক।



promotional_ad

বোর্ড সভাপতি হওয়ার দিন কয়েক আগেও ক্ষতিপূরণ দিয়ে হাথুরুসিংহকে বিদায় করার পক্ষে কথা বলেছেন তিনি। তবে বিসিবিতে আসার পর প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পরিচালকদের সঙ্গে কথা বলার পাশাপাশি চুক্তির বিস্তারিত দেখে তাকে নিয়ে সিদ্ধান্ত নেবেন। যদিও ব্যক্তিগতভাবে বাংলাদেশকে প্রধান কোচকে বাদ দেয়ার অবস্থানে অটল আছেন বলে নিশ্চিত করেছিলেন।


গুঞ্জন আছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পরও চাকরি হারাতে পারেন হাথুরুসিংহে। ভারত সফরের আগে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে দেশের কাউকে। নেতৃত্বে পরিবর্তন আসায় এমন কিছু স্বাভাবিকভাবেই নিচ্ছেন লঙ্কান এই কোচ। তবে রাওয়ালপিন্ডি টেস্ট শেষে নিজের ভবিষ্যত ও পরিকল্পনা নিয়ে বিসিবির সাথে কথা বলতে চান তিনি।


এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আমি বুঝতে পেরেছি, নেতৃত্বে নতুন কিছু মানুষ এসেছে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে আমার দলটিকে তৈরি করতে হবে। শেষ কয়েকমাস ধরে আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। এবারও সেটার ব্যতিক্রম হবে না দ্বিতীয় ম্যাচে এটাই লক্ষ্য।’



চলতি বছরের এপ্রিল থেকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক লেগ স্পিনারের কাজে সন্তুষ্ট হয়ে চুক্তি নবায়নের চেষ্টাও চালিয়ে যাচ্ছে বিসিবি। রাওয়ালপিন্ডি তার চেনা-জানা মাঠ হওয়ায় মুশতাকের দেয়া তথ্য বেশ কাজে দিচ্ছে বলে জানিয়েছেন হাথুরুসিংহে।


তিনি বলেন, ‘আমাদের প্যানেলে মুশি (মুশতাক আহমেদ) যথেষ্ট অভিজ্ঞ। সে যেহেতু এখানে খেলেছে এবং পিসিবির সঙ্গে কাজ করেছে যার ফলে এখানকার তথ্যগুলো শেয়ার করছে। এটা আমাদের সহায়তা করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball