promotional_ad

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে আবরারকে ফেরালো পাকিস্তান

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে কোনো স্পিনার ছাড়াই নেমেছিল পাকিস্তান। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল তা প্রমাণ হয়েছে পাকিস্তানের ১০ উইকেটের হারে। এবার বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদকে নিয়েই দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।


এর বাইরে ব্যাটার কামরান গুলাম ও পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকেও স্কোয়াডে নিয়েছে তারা। আবরার ও কামরান দুজনই পাকিস্তানের প্রথম টেস্টের স্কোয়াডে ছিলেন। তবে প্রথম টেস্টের আগে দুজনকেই ছেড়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



promotional_ad

দুজনকেই বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে চারদিনের ম্যাচে খেলেছিলেন। এদিকে প্রথম টেস্টের দল থেকে কাউকে বাদ না দিয়েই দ্বিতীয় টেস্টের স্কোয়াড সাজিয়েছে। এর আগে আমের জামালকে ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরিয়ে নেয়া হয়েছিল।


অবশ্য বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার খেলা না খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে তাই ফিটনেস ছাড়পত্র পেতে হবে জামালকে। এদিকে প্রথম টেস্টের পর ছুটিতে গিয়েছিলেন আরেক পেসার শাহীন শাহ আফ্রিদি।


সদ্যজাত সন্তানের পাশে থাকতেই তাকে এই অনুমতি দেয়া হয়েছিল। মঙ্গলবার আবারও পাকিস্তান দলের সঙ্গে তিনি যোগ দিয়েছেন। ৩০ অগাস্ট থেকে রাওয়ালপিন্ডিতেই শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।



দ্বিতীয় টেস্টের পাকিস্তান স্কোয়াড:


শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল (ফিটনেস সাপেক্ষে), আবরার আহমেদ, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আঘা, সরফরাজ আহমেদ ও শাহীন আফ্রিদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball