৭ ধাপ এগোলেন মুশফিক, লিটনেরও উন্নতি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারানোর ম্যাচে ১৯১ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। এমন ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
বাংলাদেশকে জেতাতে বড় ভূমিকা রাখা মুশফিকের আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন মুশফিক। ৬৮৪ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে যৌথভাবে ক্যারিয়ার সেরা ১৭তম অবস্থানে আছেন তিনি।

২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ের পর সেবারও ১৭’তে উঠেছিলেন মুশফিক। বাংলাদেশের ব্যাটারদের মাঝে তিনিই এখন সবার উপরে আছেন। এদিকে অভিজ্ঞ এই ব্যাটার ছাড়াও বাংলাদেশের ব্যাটারদের মাঝে লিটনের উন্নতি হয়েছে। প্রথম ইনিংসে ৫৬ রান করা বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার ২ ধাপ এগিয়েছেন।
৬২৭ রেটিং পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছেন লিটন। রেটিং পয়েন্ট বাড়লেও অবস্থানের পরিবর্তন হয়নি হাফ সেঞ্চুরি করা মুমিনুল হকের। সাকিব আল হাসানও আছেন আগের জায়গাতেও। পাকিস্তানের ব্যাটারদের মাঝে সেরা দশে প্রবেশ করেছেন মোহাম্মদ রিজওয়ান। প্রথম ইনিংসে ১৭১ এবং দ্বিতীয় ইনিংসে ৫১ রান করা রিজওয়ান প্রথমবারের মতো সেরা দশে উঠে এসেছেন।
পাকিস্তানের ব্যাটারদের মাঝে সেরা দশে আছেন বাবর আজমও। যদিও ৬ ধাপ পিছিয়ে নবম স্থানে আছেন তারকা এই ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের পর চারে জায়গা করে নিয়েছেন হ্যারি ব্রুক। লঙ্কানদের সঙ্গে ৫৬ এবং ৩২ রানের ইনিংস খেলার পর ৩ ধাপ এগিয়েছেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া জেমি স্মিথ বড় লাফ দিয়েছেন। ১১১ রানের ইনিংস খেলার পর ৪২তম স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের তরুণ এই উইকেটকিপার ব্যাটার। শ্রীলঙ্কার ব্যাটারদের মাঝে চার ধাপ এগিয়েছে ২৩ নম্বরে দীনেশ চান্দিমাল, ৮ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে আছেন কামিন্দু মেন্ডিস।