দুর্দিনে সাকিবের পাশে কোয়াব

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
খুনের মামলা নিয়ে পাকিস্তান সিরিজে খেলছেন সাকিব আল হাসান। অবশ্য দুর্দিনে তার পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। হত্যা মামলার আসামী সাকিবের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে সংঘটনটি।
এরই মাঝে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়া শরিফুল ইসলাম, মুমিনুল হক, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, লিটন দাস, শেখ মেহেদী হাসান, মুশফিকুর রহিমসহ আরও অনেক ক্রিকেটারই তার প্রতি দাঁড়িয়েছেন।

গতরাতে (সোমবার) সাধারণ সম্পাদক দেবব্রত পালের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সাকিবের ওপর সহানুভুতি প্রকাশ করেছে কোয়াব।
তারা বলেছে, 'বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। সদ্য শেষ হওয়া রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়েও সাকিব আল হাসানের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য রয়েছে সাকিবের। এসব বিবেচনায় সাকিব আল হাসান যাতে শুধুমাত্র রাজনৈতিক কারণে মামলার আসামী না হন- সে অনুরোধও রাখছে কোয়াব।'
ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালিন এই সরকারের কাছে সাকিবের মামলাটি সহানুভুতির সাথে বিবেচনার প্রত্যাশা করছে কোয়াব। তারা আশা করে সাকিবের ব্যাপারে আরও সহনশীল হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
‘কোয়াব প্রত্যাশা করে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি সহানুভূতির সাথে দেখবে অন্তর্বর্তী সরকার। কোয়াব চায় ক্রিকেটার সাকিব আল হাসানের খেলোয়াড় স্বত্বাটি আলাদাভাবে বিবেচিত হোক। সাকিবের মত ক্রিকেটারের উপস্থিতি ও অংশগ্রহণ বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’