promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তানকে টপকালো বাংলাদেশ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই মৌসুমে বাংলাদেশ দলের পারফরম্যান্স ভালো ছিল না। দুটি আসরই শেষ করতে হয়েছিল ৯ নম্বরে থেকে। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই পারফরম্যান্সে উন্নতি করার তাগিদ ছিল টাইগারদের।


গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের খাতা খোলে বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়ে পয়েন্ট টেবিলে লম্বা লাফ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।



promotional_ad

রাওয়ালপিন্ডিতে সিরিজ শুরুর আগে পয়েন্ট টেবিলে পাকিস্তানেরও পেছনে ছিল বাংলাদেশ। ৪ ম্যাচে বাংলাদেশের নামের পাশে পয়েন্ট ছিল মাত্র ১২। আর পাকিস্তান ৫ ম্যাচ খেলে সংগ্রহ করেছিল ২২ পয়েন্ট। প্রথম টেস্টের পর সেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।


এখনও পর্যন্ত ৫ ম্যাচে ২ জয় ও ৩ পরাজয়ে বাংলাদেশের পয়েন্ট এখন পাকিস্তানের সমান ২২। সেই সঙ্গে সাব কন্টিনেন্টের আরেক দল শ্রীলঙ্কারও পয়েন্ট ২৪। তবে লঙ্কানদের সঙ্গে বাংলাদেশের পয়েন্টের শতাংশ সমান ৪০। আর ৬ ম্যাচে ২২ পয়েন্ট পাওয়া পাকিস্তানের অবস্থান আট নম্বরে।


পাকিস্তানের পয়েন্টের শতাংশ ৩০.৫৬। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নির্ধারণ করা হয় জয়, পরাজয় ও ড্রয়ের সংখ্যার উপর। মূলত প্রাপ্ত পয়েন্টের শতাংশের ওপর নির্ভর করে পয়েন্ট তালিকা নিশ্চিত করা হয়। অস্ট্রেলিয়া ৯০ পয়েন্ট নিয়ে আছে ২ নম্বরে।



আর ১২ ম্যাচে ৯ ম্যাচ জিতে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুই আসরে যথাক্রমে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভারত দুইবার ফাইনাল খেললেও কোনোবারই শিরোপা ঘরে তুলতে পারেনি তারা।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball