‘পাকিস্তানের সব দুর্বলতা প্রকাশ করে দিয়েছে বাংলাদেশ’

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের এমন হার মেনেই নিতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা। তবে বাংলাদেশকে যথার্থ কৃতিত্ব দিতে পিছপা হচ্ছেন না কামরান আকমল, শহিদ আফ্রিদিরা। তাদের মতে, কন্ডিশনের যথার্থ ব্যবহার করেই জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এমন হারের কথা সারাজীবনই মনে রাখবেন কামরান। নাজমুল হোসেন শান্তদের দশ উইকেটের এই জয় পাকিস্তান ক্রিকেটের কঙ্কালবের করে এনেছে বলেই বিশ্বাস তার।
সাবেক এই উইকেটরক্ষক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। এমন দলকে নিয়ে গর্ব করা উচিত, কারণ তারা অনেক বড় জয় পেয়েছে। এই হার আমার আজীবন মনে থাকবে। বাংলাদেশ খুব ভালোভাবে কন্ডিশন বিবেচনা করে খেলেছে। ৫ম দিন উইকেটের অবস্থা বুঝে স্পিনারদের বল করিয়েছে।’

‘বাংলাদেশের জন্য খুবই কষ্টকর ছিলো, কিন্তু ব্যাটাররা রান পেয়েছে। তারা শুধু টেস্টে বাংলাদেশকে টিকিয়ে রেখেছে পাকিস্তানের বিপক্ষে এমনটা নয়, তারা ১০ উইকেটের বোড় জয় পেয়েছে। সত্যি বলতে বাংলাদেশ পাকিস্তানের সব দুর্বলতা প্রকাশ করে দিয়েছে।’
এদিকে পাকিস্তান এই ম্যাচের একাদশ সাজিয়েছিল চার পেসার নিয়ে। পাকিস্তান দলে ছিল না নোমান আলী, আবরার আহমেদের মতো বিশেষজ্ঞ কোনও স্পিনার। অপরদিকে রাওয়ালপিন্ডির উইকেটে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজদের স্পিনই জিতিয়েছে বাংলাদেশকে।
এ কারণে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন শহিদ আফ্রিদি। একইসঙ্গে হোম কন্ডিশনে পাকিস্তানের 'সচেতনতার অভাব' দেখছেন তিনি। তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতেও ভোলেননি তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি লিখেন, ‘১০ উইকেটের হার এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, চার জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তুলে দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। একই সঙ্গে, টেস্ট জুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।’