promotional_ad

হোপ-শেফার্ডদের দাপটে ক্যারিবিয়ানদের সিরিজ জয়

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শাই হোপ- রভম্যান পাওয়েলের দারুণ ব্যাটিং, শামার জোসেফের অসাধারণ বোলিং এবং রোমারিও শেফার্ডের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকাকে ৩০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ক্যারিবিয়ানরা।


টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতেই দলটি তোলে ৪১ রান। ২১ বলে ২৮ রান করে অ্যালিক আথানেজ ফিরে গেলে এই জুটি ভাঙে।


এরপর কিছুক্ষণ পরপর উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। যদিও দলের রানের চাকা সচল থাকে এরপরও। দলীয় ৮৩ রানে বিদায় নেন হোপ। ২২ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪১ রান তুলে বিদায় নেন তিনি।



promotional_ad

ক্যারিবিয়ানদের ইনিংস লম্বা হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পাওয়েল এবং শারফানে রাদারফোর্ড। ২২ বলে ৩৫ রান আসে অধিনায়ক পাওয়েলের ব্যাটে। এ ছাড়া ১৮ বলে ২৯ রান করেন রাদারফোর্ড।


শেষদিকে ছয় বলে ৯ রান তুলে অপরাজিত থাকেন শেফার্ড। সাউথ আফ্রিকার হয়ে ৩৬ রান খরচায় তিন উইকেট নেন লিজার্ড উইলিয়ামস। ২৯ রান খরচায় দুই উইকেট নেন প্যাট্ট্রিক ক্রুগার।


লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করে সাউথ আফ্রিকাও। দলটি ওপেনিং জুটিতে তোলে ৬৩ রান। মাত্র ৪.৪ ওভারের মধ্যে এই রান তোলার মূল কারিগর ছিলেন রিজা হ্যান্ডরিকস। তবে পাওয়ার প্লে' শেষ হওয়ার এক বল আগে তাকে বোল্ড করে ফেরান শেফার্ড। তখন দলের রান দুই উইকেটে ৭১।


রায়ান রিকেলটন ১৩ বলে ২০ রান করে ফেরার পরের ওভারে ফেরার আগে হ্যান্ডরিকস করেন ১৮ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৪৪ রান। মিডল অর্ডারে এইডেন মার্করাম ৯ বলে ১৯, ট্রিস্তান স্টাবস ২৪ বলে ২৮ এবং র‍্যাসি ভ্যান ডার ডাসেন ২৪ বলে ১৭ রান করে ফিরে গেলে আরও বিপদে পড়ে প্রোটিয়ারা।



শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা। ক্যারিবিয়ানদের হয়ে ৩১ রান খরচায় তিন উইকেট নেন শামার জোসেফ। মাত্র ১৫ রান খরচায় তিন উইকেট নেন শেফার্ড। এ ছাড়া ২৫ রান খরচায় দুই উইকেট নেন আকিল হোসেইন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball