promotional_ad

জাকের ১৭২, দ্বিতীয় চারদিনের ম্যাচও ড্র

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম দুদিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় দ্বিতীয় চারদিনের ম্যাচ ড্র সম্ভাবনা ছিল আগে থেকেই। ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহীনসের ম্যাচের ফলাফল শেষ পর্যন্ত তাই হয়েছে। আগে ব্যাটিং করে জাকের আলী অনিকের ১৭২ এবং সাইফ হাসানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪০৪ রান তোলে বাংলাদেশ। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে আলী জারিয়াবের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৮১ রান তুলেছে স্বাগতিকরা। যার ফলে শেষ পর্যন্ত ড্র হয়েছে দ্বিতীয় চারদিনের ম্যাচ। বৃষ্টির কারণে প্রথম চারদিনের ম্যাচও ড্র হয়েছে।


ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে আগের দিনের ৬ উইকেটে ৩৪৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামের জাকের ও তানজিম হাসান সাকিব। যদিও চতুর্থ দিন সকালে তাদের ‍দুজনের জুটি খুব বেশিদূর এগোয়নি। ৪২ বলে ১০ রানের ইনিংস খেলা তানজিম সাকিবকে ফিরিয়ে জুটি ভাঙেন আবরার আহমেদ। ডানহাতি এই স্পিনারের বলে কামরান গুলামের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।



promotional_ad

তাসকিন আহমেদকেও থিতু হতে দেননি আবরার। পাকিস্তানের রহস্যময় এই স্পিনারের বলে ইমাম উল হকের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ৪ রান করা তাসকিন। দারুণ ব্যাটিংয়ে দেড়শ ছুঁয়েছেন জাকের। যদিও ডাবল সেঞ্চুরি পাওয়া হয়নি তরুণ এই উইকেটকিপার ব্যাটারের। আবরারের বলে বোল্ড হওয়ার আগে খেলেছেন ১৭২ রানের ইনিংস। শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৪০৪ রানে তুলে। পাকিস্তানের হয়ে চারটি উইকেট নিয়েছেন আবরার।


নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। তাসকিনের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন ইমাম। রান তোলার আগেই উইকেট হারানো স্বাগতিকরা দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন। জারিয়াব ও কামরানের জুটি ভাঙেন তানজিম সাকিব। তরুণ এই পেসারের বলে বোল্ড হয়ে ফেরেন ৩৪ রান করা পাকিস্তান অধিনায়ক।


কামরান ফেরার পর সাদ খানকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জারিয়াব। ৩৭ রান করা সাদের বিদায়ে ভাঙে তাদের জুটি। শাহাদাত হোসেন দিপুর হাতে ক্যাচ বানিয়ে সাদকে ফেরার পেসার রুয়েল আহমেদ। জারিয়াব ফিরেছেন ১১৭ রানের ইনিংস খেলে। এরপর শারুণ সিরাজ অপরাজিত ৫৩ ও কাসিম আকরাম ৩৬ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, রুয়েল, তানজিম সাকিব।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball