promotional_ad

সাইফ-জাকেরের সেঞ্চুরিতে বাংলাদেশের ৩৪৬

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বেরসিক বৃষ্টিতে দুদিন ভেসে যাওয়ার পর অবশেষে ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে দেখা মিলেছে ব্যাট-বলের লড়াইয়ের। প্রথম চারদিনের ম্যাচের মতো এবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ ‘এ’ দলকে। তবে সাইফ হাসান ও জাকের আলী অনিকের সেঞ্চুরিতে দিনটা নিজেদের করে নিয়েছে সফরকারীরা। সাইফ ১১১ এবং জাকেরের অপরাজিত ১৩৬ রানের ইনিংসের কল্যাণে তৃতীয় দিনশেষে ৬ উইকেটে ৩৪৬ রান করেছে বাংলাদেশ।


সকালের শুরুতে এদিন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান শাহীনসের অধিনায়ক কামরান গুলাম। বোলিংয়ে নেমে স্বাগতিকদের উইকেট এনে দিয়েছেন গুলাম মুদাসসার। প্রথম চারদিনের ম্যাচের মতো পরের টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয়। ২০ বল খেলা বাংলাদেশের অধিনায়ক ৭ রানে ফিরেছেন মুদাসসারের বলে সাদ খানের হাতে ক্যাচ দিয়েছেন।



promotional_ad

আরেক ওপেনার নাইম শেখকেও নিজের শিকার বানিয়েছেন মুদাসসার। বাঁহাতি এই পেসারের বলে ৯ রান করা নাইমও ক্যাচ দিয়েছেন সাদ খানের হাতে। ১৯ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন শাহাদাত হোসেন দিপু ও সাইফ। তারা দুজনের জুটি পঞ্চাশ পেরোনার পরই সাজঘরে ফেরেন দিপু। স্পিনার মেহরান মুমতাজের বলে সাদ খানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৩ রান করেছেন তরুণ এই ব্যাটার।


দ্বিতীয় চারদিনের ম্যাচে সুযোগ পাওয়া তাওহীদ হৃদয় ফিরেছেন একটু পরই। রহস্যময় স্পিনার আবরার আহমেদের বলে নিয়াজ খানের হাতে ক্যাচ দিয়েছেন রানের খাতা খুলতে না পারা হৃদয়। ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে আবারও বিপদে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। তবে সফরকারীদের বিপদ বাড়তে দেননি সাইফ ও জাকের। তাদের দুজনের ব্যাটে ক্রমশই এগিয়ে যেতে থাকে বাংলাদেশ।


সাইফ ও জাকের মিলে ১৩১ রানের জুটি গড়েন। মাঝে সেঞ্চুরি তুলে নেন সাইফ। যদিও সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ১১১ রানের ইনিংস খেলা সাইফকে ফিরিয়েছেন মুমতাজ। বাঁহাতি স্পিনারের বলে নিয়াজের হাতে ক্যাচ দিয়েছেন সাইফ। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনের সাথে ১৩১ রানের জুটি গড়েন জাকের। জুটি গড়ার পেছনে সেঞ্চুরি করেছেন তিনি।



মাহিদুল অঙ্কন সাজঘরে ফিরলে ভাঙে তাদের দুজনের জুটি। ৩৯ রানের ইনিংস খেলা ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার রান আউট হয়েছেন। তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে তৃতীয় দিন শেষ করেছেন জাকের। তরুণ এই ব্যাটার অপরাজিত ছিলেন ১৩৬ রানে। পাকিস্তানের হয়ে মুদাসসার ও মুমতাজ দুটি করে উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball