promotional_ad

পাকিস্তানকে দুইশর আশেপাশে আটকাতে চায় বাংলাদেশ

পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের বোলিং তোপে ১৬ রান তুলতেই আব্দুল্লাহ শফিক, শান মাসুদ এবং বাবর আজমকে হারায় পাকিস্তান। তবে বিপর্যয়ের মুখে স্বাগতিকদের পথ দেখিয়েছেন সাইম আইয়ুব ও সৌদ সাকিল। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৪ উইকেটে ১৫৮ রান তুলেছে। তবে পাকিস্তানকে দুইশর আশেপাশে আটকে দেয়ার স্বপ্ন বুনছে বাংলাদেশ।


রাওয়ালপিন্ডির উইকেটে আগে থেকেই রাখা হয়েছিল সবুজ ঘাস। পেসাররা বাড়তি সুবিধা পাবেন সেটা অনুমান করা যাচ্ছিল কয়েকদিন আগে থেকেই। দিনের শুরুতে বৃষ্টি হওয়ায় এমন আশার সঞ্চার হয় আরও বেশি। টস জিতে তাই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের এমন সিদ্ধান্ত সত্যি প্রমাণ করতে খুব বেশি সময় নেননি হাসান মাহমুদ।



promotional_ad

নিজের দ্বিতীয় ওভারে অফ স্টাম্পের বাইরে ফুল ডেলিভারিতে স্লিপে থাকা জাকির হাসানের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন শফিককে। ডানহাতি পেসারের পর পাকিস্তানকে চেপে ধরে আরেক পেসার শরিফুল। একই লাইন ধরে বোলিং করে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে নিজের শিকার বানিয়েছেন তিনি। নিজের পরের ওভারে নিয়েছেন স্বপ্নময় বাবরের উইকেট।


তাদের দুজনের এমন বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তবে সাকিল ও সাইমের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই বিপদ কাটিয়ে ওঠে স্বাগতিকরা। হাফ সেঞ্চুরি করা সাইম ফিরলেও মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে দিন শেষ করেছেন ৫৭ রানে অপরাজিত সাকিল। প্রথম দিন শেষে বাংলাদেশের প্রাপ্তি যেখানে ৪ উইকেট সেখানে পাকিস্তানের সংগ্রহ ১৫৮ রান। এখান থেকেও তাদেরকে দুইশর আশেপাশে আটকানোর কথা ভাবছেন হাসান।


প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ডানহাতি পেসার বলেন, ‘আমি বা এখনও এটা নিয়ে ভাবিনি। কিন্তু যতটা দ্রুত তাদের আটকে দেয়া যায় সেটা আমরা চেষ্টা করব। আগামীকাল আমরা নতুন পরিকল্পনা নিয়ে আসব এবং আমরা সঠিক জায়গা ধরে বোলিং করার চেষ্টা করব। যাতে করে তাদের আমরা দুইশর নিচে কিংবা এর আশেপাশে আটকে দিতে পারি।’



রাওয়ালপিন্ডির উইকেটে নিজেদের বোলিংয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন হাসান। যেখানে ব্যাটারদের একটু সামনে এসে খেলানোর চেষ্টা করেছেন বাংলাদেশের পেসাররা। দিনের প্রথম ১০ ওভারে নিজেদের অর্ধেকের বেশি ডেলিভারি লেংথে করেছেন হাসান-শরিফুলরা। দ্বিতীয় দিনে আরও ভালো করতে চান হাসান।


তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল আমরা যতটা পারি ব্যাটারকে সামনে খেলানো। নতুন বল ছিল, মুভমেন্টও ছিল। ওতটুকু চেষ্টা করি যতটা সামনে করা যায় একটা লাইন মেইনটেইন করে বোলিং করা যায়। চেষ্টা করেছি আমাদের যতটুকু সামর্থ্য ছিল। কালকের দিন ইনশাআল্লাহ আরও ভালো করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball