promotional_ad

পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যান বদলাতে চান শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে বুধবার থেকে। পাকিস্তানের মাটিতে এমনিতেই বাংলাদেশের বড় কোনো সাফল্য নেই। সেই সঙ্গে দেশটির বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানও ভালো নয়। এখনও পর্যন্ত ১৩টি টেস্ট খেললেও এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।


এবার মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন তিনি এবার পরিসংখ্যান বদলাতে চান। যদিও কাজটা সহজ নয় বলেও স্বীকার করে নিয়েছেন। তবে ভারসাম্যপূর্ণ দল নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক।



promotional_ad

তিনি বলেছেন, ‘আমি মনে করি, এটি (পাকিস্তান ১২-০ বাংলাদেশ) শুধুই রেকর্ড। রেকর্ড বদলাতেই পারে। কাজটা সহজ হবে না। তবে যেটা বললাম, আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারবো। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত।’


বাংলাদেশ দলের সবচেয়ে বড় চিন্তা ব্যাটিংয়ে। তিন ফরম্যাটেই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা নিয়মিত হতাশা বাড়িয়েছেন। এবার টেস্ট ভালো করতে তাদের পারফরম্যান্সের বিকল্প দেখছেন না শান্তও। টেস্ট বেশ কিছুদিন আগেই পাকিস্তানের মাটিতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। তাই বেশ আশাবাদী তিনি।


এ প্রসঙ্গে শান্ত বলেছেন,, ‘আলাদা করে কিছু করতে চাই না। সবাই জানে, আমাদের ব্যাটিংটা কয়েক দিন ধরে ভালো হচ্ছে না। সবশেষ টেস্ট সিরিজটাও ওরকমভাবে ভালো করিনি। তবে প্রস্তুতির দিক থেকে ভালো প্রস্তুতি নিতে পেরেছি। যতটুকু সুযোগ পেয়েছি, ভালোভাবে তৈরি হওয়ার চেষ্টা করেছি।'



তিনি আরও বলেন, 'প্রত্যেক ক্রিকেটার বিশ্বাস করে, বিশেষ করে এবার ব্যাটিং ইউনিটে আমরা ভালো করবো। পাশাপাশি টেস্ট জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, দল হিসেবে এবার খুব ভালো সুযোগ আছে আমাদের।’


রাওয়ালপিন্ডি টেস্টে টস অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শান্ত অবশ্য এটা নিয়ে ভাবছেন না। টস নিয়ে তিনি বলেছেন, ‘হ্যাঁ (টস) খুব গুরুত্বপূর্ণ। আমার মতে, ক্রিকেটাররা ব্যাটিং-বোলিংয়ের জন্য তৈরি আছে। তবে এটি (টস) গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে বেশি ভাবছি না। ক্রিকেটার হিসেবে সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball