promotional_ad

ভালো খেলে দেশের মানুষের মন ভালো করতে চান হাথুরুসিংহে

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


‘আমাদের পারফরম্যান্সটাও যেন ভালো হয় এবং দেশকে খুশি করতে পারি।’ পাকিস্তানে সফরে যাওয়ার আগে বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা বলেছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ডানহাতি পেসারের কথার সঙ্গে সুর মেলালেন চান্ডিকা হাথুরুসিংহেও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতন ঘিরে সৃষ্ট অস্থিরতায় ভালো ক্রিকেট খেলে দেশের মানুষের মন ভালো করতে চান বাংলাদেশের প্রধান কোচ।


বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার সংস্কার চেয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে আন্দোলনে নেমেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাইয়ের মাঝামাঝি সময়ে সেটা বড় আকার ধারণ করে। শেষ পর্যন্ত বৈষম্যবিরোধী ও সরকার পতনের আন্দোলনে গিয়ে থামে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ৫ আগষ্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এমনকি সেই আন্দোলনে প্রাণ হারিয়েছেন পাঁচশর বেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিশু। এমন অবস্থায় দেশে অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব হয়। যার ফলে আগষ্টের প্রথম সপ্তাহে থেকে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। দেশের সার্বিক পরিস্থিতি খানিকটা উন্নতির দিকে গেলে নিজেরা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করেছেন কোচদের ছাড়াই।



promotional_ad

অনুশীলন ক্যাম্পে যোগ দিতে ১লা আগষ্ট বাংলাদেশে আসা হোটেল থেকে বেরই হননি। ১২ আগষ্ট পাকিস্তানের বিমান ধরার পর লাহোরে গিয়ে দলের সঙ্গে অনুশীলনে দেখা চায় কোচিং স্টাফকে। সপ্তাহ তিনেক আগের ঘটনার জেরে এখনও দেশের মানুষের মন ভালো নেই বললেই চলে। এমন অবস্থায় পাকিস্তানের সঙ্গে ভালো ক্রিকেট খেলার প্রয়াস বাংলাদেশের প্রধান কোচের।


এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘অবশ্যই! (জাতীয় দলের সামনে দেশের মানুষের মন ভালো করার সুযোগ) শতভাগ। আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের খুব উপকার হবে।’


ছাত্র-জনতার আন্দোলনের সময় বাংলাদেশে থাকায় সার্বিক পরিস্থিতি বেশ ভালোভাবেই টের পেয়েছেন হাথুরুসিংহে। যার ফলে শিক্ষার্থীদের মৃত্যুর খবর ছুঁয়ে দেখে লঙ্কান এই কোচকেও। মারা যাওয়া সবার পরিবারের জন্য দোয়া ও ভালোবাসার কথা জানিয়ে দেশের স্বাভাবিক অবস্থার প্রত্যাশা করেছেন তিনি।


হাথুরুসিংহে বলেন, ‘(গণ আন্দোলনে) যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। কঠিন সময় ছিল। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর মিলবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। সবকিছু খুবই কঠিন ছিল। আমার জন্য খুব আবেগপ্রবণ ছিল।’



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball