স্টার্কের আগুনে স্পেলে ব্যাকফুটে প্রোটিয়ারা

ছবি:

ডারবান টেস্টের দ্বিতীয় দিন শেষে নিয়ন্ত্রণ প্রায় অনেকটাই নিজেদের হাতে নিয়ে নিয়েছে সফরকারি অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৬২ রানেই গুঁড়িয়ে দিয়ে ১৮৬ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করেছে অজিরা।
দক্ষিণ আফ্রিকাকে এত কম রানে গুঁটিয়ে দেয়ার পেছনে মুল ভূমিকা রেখেছিলেন মিচেল স্টার্ক। মাত্র ৩৪ রানে একাই ৫ উইকেট শিকার করেছেন এই স্পিড স্টার। ৫০ রানে ৩ উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্পিনার নাথান লায়ন। এছাড়াও ১টি করে উইকেট তুলে নিয়েছেন জস হ্যাজেলউড এবং প্যাট কামিন্স।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিলো সফরকারিরা। অজিদের পক্ষে ব্যাট হাতে দারুণ খেলেছিলেন মিচেল মার্শ, অধিনায়ক স্টিভ স্মিথ এবং ওপেনার ডেভিড ওয়ার্নার।
স্মিথ এবং ওয়ার্নার ৫৬ ও ৫১ রান নিয়ে টেস্টের প্রথম দিন আউট হলেও আজ ৯৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে দলকে শক্ত পুঁজি এনে দিয়েছেন মার্শ। এছাড়াও টিম পেইন ২৫ এবং শেষের দিকে মিচেল স্টার্ক ৩৫ রান করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে অজি বোলারদের সামনে রীতিমত অসহায় আত্মসমর্পণ করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানেরা। শুরু থেকেই আসা যাওয়ার মিছিল শুরু হয় তাদের। প্রোটিয়াদের মধ্যে শুধু এবি ডি ভিলিয়ার্সই লড়াই করতে পেরেছেন কিছুটা। ৭১ রান করে অপরাজিত ছিলেন তিনি। কিন্তু তাঁকে সঙ্গ দেয়ার মতো কেউই তেমন ছিলো না বিধায় দ্রুতই অলআউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান এসেছে ওপেনার এইডেন মার্করামের ব্যাট থেকে। এছাড়াও মিডল অর্ডার ব্যাটসম্যান কুইন্টন ডি কক ২০ এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস ১৫ রান করেন। বাদবাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি।
তবে মুদ্রার উল্টো পিঠ দেখা গিয়েছিলো ডারবান টেস্টের প্রথম দিন। এদিন সফরকারি অস্ট্রেলিয়া দলের ওপর রীতিমত ছড়ি ঘুরিয়েছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বোলাররা। বিশেষ করে ভারনন ফিল্যান্ডার এবং কেশব মহারাজই এদিন দুর্দান্ত বোলিং করেছিলেন। তারা উভয়েই তুলে নিয়েছিলেন অজিদের চার উইকেট।
তবে এরপরেও প্রথম দিন ৫ উইকেটে ২২৫ রান নিয়ে খেলা শেষ করতে সক্ষম হয়েছিলো অস্ট্রেলিয়া। এর পুরো কৃতিত্ব অবশ্য দিতে হবে মিচেল মার্শ এবং টিম পেইনকে। কেননা এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং দৃঢ়তাতেই প্রথম দিন টিকে থাকতে পেরেছে সফরকারিরা। মার্শ ৩২ এবং পেইন ২১ রান নিয়ে খেলা শেষ করেছিলেন।
এরপর আজ টেস্টের দিন খেলতে নেমে নিজের ৩২ রানের ইনিংসটিকে সেঞ্চুরিতে রুপান্তরিত করার দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন মার্শ। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে থামতে হয়েছে ৯৬ রানে। অপরদিকে তাঁর আগের দিনের সঙ্গী পেইন আউট হয়েছেন ২৫ রান করে।
দক্ষিণ আফ্রিকা একাদশ-
ডিন এলগার, এইডেন মার্করাম, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ভারনন ফিল্যান্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, মরনে মরকেল।
অস্ট্রেলিয়া একাদশ-
ক্যামেরন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাওয়াজা, টিম পেইন (উইকেটরক্ষক), মিচেল মার্শ, শন মার্শ, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, নাথান লায়ন, মিচেল স্টার্ক।