লাল-সবুজ প্রেমীদের ক্রিকেট নেশা ছুঁয়েছে মাঞ্জরেকারকে

ছবি:

ধনী লোকের খেলা হিসেবে পরিচিত ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের অপরিসীম নেশা মন ছুঁয়েছে সাবেক ভারতীয় ক্রিকেটার এবং এই সময়ের অন্যতম সেরা ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের।
'বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের উত্থান খুবই ভালো খবর। বাংলাদেশে ক্রিকেট খুবই জনপ্রিয় খেলা। ভারত থেকেই বাংলাদেশে ক্রিকেট বেশি জনপ্রিয়, বেশ কয়েক বছর আগে ভারতে যেমনটা ছিল।
'বাংলাদেশে বর্তমানে একটি খেলার দাপট বেশি, আর সেটা হচ্ছে ক্রিকেট। বাংলাদেশি ক্রিকেটাররা তাদের দেশে বড় তারকা। ঢাকার রাস্তায় বিশাল বিশাল বিলবোর্ড জুড়ে শুধু ক্রিকেটারদের দেখতে পাবেন।'

সম্প্রতি ভারতের জনপ্রিয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার কলামে এমনটাই লিখেছেন এই ধারাভাষ্যকার। মাঞ্জরেকারের মতে, বাংলাদেশে সাকিব-মুস্তাফিজদের মতো অনেক সহজাত প্রতিভার ক্রিকেটার আছেন।
যারা সাধারণত উন্নত দেশগুলোর একাডেমীর প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটারদের চেয়ে পরিনত। এছাড়াও এদেশের তরুনদের ক্রিকেটকেই পেশা হিসেবে বেঁছে নেওয়ার সিদ্ধান্ত অবাক করে মাঞ্জরেকারকে।
'এভাবেই তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হয় এবং তরুন নতুন প্রতিভা ক্রিকেটে আসে, যা কোন আধুনিক একাডেমীও করতে পারে না। বাংলাদেশ একটি দরিদ্র দেশ, হাজার হাজার তরুন ক্রিকেটকে সত্যিকারের পেশা হিসেবে ভাবতে শুরু করবে। তারাও চাইবে সাকিব-মুস্তাফিজদের মত যশ খ্যাতি ও সমৃদ্ধি অর্জন করতে।'
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ