promotional_ad

ইনজুরিতে কলকাতার সম্ভাব্য অধিনায়ক

promotional_ad

ইনজুরিতে পরার কারণে আসন্ন পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলতে পারছেন না অজি ওপেনার ক্রিস লিন। ২১ই ফেব্রুয়ারিতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনাল খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে ইনজুরি আক্রান্ত হন লিন।


পরে তাৎক্ষনিক ভাবে তার কাঁধের এক্স রে করানো হয়। কাঁধের কোনো হাড় না ভাঙলেও বর্তমানে যে অবস্থা তাতে এবারের পিএসএল খেলা সম্ভব নয় তার। অস্ট্রেলিয়া দলের সাইকোথেরাপিস্ট অ্যালেক্স মিডিয়াকে জানান,


"ফিল্ডিং করতে গিয়ে বাজেভাবে আহত হয়েছেন লিন। কোনো হাড় না ভাঙলেও তিনি বাজেভাবে ইনজুরিগ্রস্ত। দুবাইতে পিএসএল খেলতে যাবেন না তিনি। ব্রিসবেনে গিয়ে পুনরায় এক্স রে করাবেন। সেখানে অজি ম্যানেজমেন্ট তাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করলেই তিনি পুনরায় খেলবেন।" 



promotional_ad

উল্লেখ্য, এর আগেও তিনবার কাঁধের ইনজুরিতে ভুগেছিলেন লিন। এমনকি ২০১৭ সালের আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ খেলতেই পারেননি এই কাঁধের ইনজুরির জন্য। তবে এবার অবশ্য আইপিএল খেলার আগেই সুস্থ হয়ে যাবার সম্ভাবনা আছে তার।


এর আগে কলকাতা নাইট রাইডার্স দলে খেলেছিলেন লিন। এবারো একই দলে খেলবেন তিনি। কয়েকদিন আগেই আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করার ইচ্ছা প্রকাশ করেছিলেন লিন।


এর আগে রাইডার্স কোচ ও দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস তাকেই এই আসরে অধিনায়ক করার ইচ্ছার কথা মিডিয়ায় জানিয়েছিলেন। কোচের কথা শুনে লিনও বলেন, 



 "আমি এ রকম সুযোগ পেলে তা লুফে নেব। এবার খুব ভাল দল হয়েছে কলকাতার। কোচিং স্টাফে সাইমন কাটিচ, জ্যাক কালিস, হিথ স্ট্রিকদের সঙ্গে আমি খুব সহজেই মিশে যেতে পারবো। সুযোগ পেলে নিজের দায়িত্ব পালন করবো। নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলে পিছিয়ে যাবো না।"


ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball