অবসর কাটিয়ে ফিরছেন আফ্রিদি?

বিশ্ব একাদশ বনাম উইন্ডিজ
তামজিদুর রহমান
তামজিদুর রহমান

পাকিস্তানের সাবেক টি টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদি আবারো আন্তর্জাতিক ক্রিকেটের ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে আগামি ৩১শে মেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ।

মূলত এই ম্যাচ থেকে যা আয় হবে তার পুরোটাই ওয়েস্ট ইন্ডিজের স্টেডিয়াম পুন: প্রতিষ্ঠার কাজে ব্যবহার করা হবে।  ইতিমধ্যে সেই ম্যাচটিকে আন্তর্জাতিক মর্যাদা প্রদান করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই ম্যাচেই খেলার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি। 

আর এই ম্যাচে খেলার ইচ্ছা প্রকাশ করে এক বিবৃতিতে আফ্রিদি বলেছেন, 'আমি এখনও এই ম্যাচটি সম্পর্কে খুব একটা জানি না, তবে যদি আমাকে প্রস্তাব দেয়া হয় তাহলে অবশ্যই তা বিবেচনা করবো।' (সুত্র- উইসডেন ইন্ডিয়া)  

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আফ্রিদি। তবে এরপর ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করেছেন তিনি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামি আসরে করাচি কিংসের হয়ে মাঠ মাতানোর প্রতিক্ষাতে এখন রয়েছেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। পিএসএলে অংশগগ্রহণ প্রসঙ্গে আফ্রিদি জানিয়েছেন,  

'পিএসএলের গত দুই আসর আমার জন্য ভালো ছিলো। গত এক মাস আমি ক্রিকেট ছাড়া ছিলাম, এই কারণে একটি বড় ইভেন্টের আগে আমাকে ক্রিকেটে বাড়তি মনোযোগ দিতে হবেই। আমি ইতিমধ্যে পিএসএলের জন্য অনুশীলন শুরু করেছি।'

আফ্রিদি আরো বলেন,  আমি আমার অন্য কাজ বাদ দিয়ে এখন পিএসএলের প্রতিই বেশি ফোকাস করছি। আশা করি আগামী আসরটি আমার জন্য ভালো কিছু বয়ে আনবে।'

উল্লেখ্য পিএসএলের তৃতীয় আসর শুরু হবে চলতি মাসের ২২ তারিখ থেকেই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পেশোয়ার জালমি এবং প্রথমবারের মতো পিএসএল খেলতে আসা মুলতান সুলতানস।