উপদেষ্টা হলেন শোয়েব আখতার

আন্তর্জাতিক
উপদেষ্টা হলেন শোয়েব আখতার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

অবসরের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো দেশের হয়ে অফিশিয়ালি কাজ করার কথা বলেছিলেন পাকিস্তানী পেস তারকা শোয়েব আখতার। অবশেষে সে আশা পূরন হল রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন শোয়েব আখতার। শুক্রবার রাতে পিসিবি সভাপতি নাজাম শেঠি গণমাধ্যমে একথা জানান।

৪২ বছর বয়সী রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই তারকা পাকিস্তানের হয়ে ১৯৯৭ থেকে ২০১১ সাল পর্যন্ত খেলেছেন। দেশের জার্সি গায়ে মোট ১৬৩টি ওয়ানডে, ৪৬টি টেষ্ট এবং ১৫ টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৪৪৪ উইকেট নিয়েছেন এই গতি দানব। দায়িত্ব পাবার পর শোয়েব জানান- 'আমি খুবই সম্মান বোধ করছি। আমি সর্বদাই এই পদে সেভাবেই গুরুত্ব ও মজার সাথে কাজ করতে চাই- যা আমি জাতীয় দলের জার্সি গায়ে খেলার সময় মনে প্রানে করতাম।

'আমার লক্ষ্য পাকিস্তান ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যাওয়া, যার ফলে দলে নতুন কিছু সৃষ্টি হবে। যা হবে ভবিষ্যত পাকিস্তান ক্রিকেটের জন্য দারুণ কিছু বয়ে আনবে।'

আরো পড়ুন: this topic