promotional_ad

ইংল্যান্ডের হারের হ্যাট্রিক

promotional_ad

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের কাছে হেরে টানা তিন ম্যাচে হারের স্বাদ নিল ইংল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়ার সাথে আগের দুই ম্যাচ হেরেছিলো ইংলিশরা।


ফাইনালে ওঠার লড়াইয়ে জয়ের কোন বিকল্প ছিলনা দু'দলের সামনে। অস্ট্রেলিয়ার সাথে আগের ম্যাচ গুলো হেরে যাওয়ায় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে জিততেই হতো। শেষ পর্যন্ত অবশ্য সেই লক্ষ্যে পৌছুলো কিউইরাই।


ইংলিশদের ১৩ রানে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে কেন উইলিয়ামসনের দল। ব্ল্যাক ক্যাপসদের দেয়া ১৯৭ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে নয় উইকেটে ১৮৪ রান তুলতে সক্ষম হয়েছিলো ইংলিশরা। 



promotional_ad

ইংলিশদের পক্ষে রান পেয়েছেন ওপেনার অ্যালেক্স হেলস ও ডেভিড মালান। হেলস ২৪ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। অপরদিকে ইনফর্ম মালানের ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৫৯ রানের ইনিংস। 


দুই  কিউই স্পিনার ইশ সোধি ও মিচেল স্যান্টনারের বলে এই দুই সেট ব্যাটসম্যান বিদায় নিলে বিপদে পড়ে ইংল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় জস বাটলাররা। শেষ পর্যন্ত ছোট ছোট সংগ্রহে ১৮৪ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। 


স্যান্টনার ও সোধির সাথে দুইটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। এর আগে টসে জিতে শুরু থেকেই ইংলিশ বোলারদের উপর চড়াও হয় দুই ওপেনার মার্টিন গাপটিল এবং কলিন মুনরো।



দলীয় ৩৯ রানে মুনরো ফিরে গেলেও তৃতীয় উইকেট জুটিতে গাপটিল ও অধিনায়ক উইলিয়ামসনের ৮২ রানের পার্টনারশিপে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত এই দুজনের অর্ধশতকের উপর ভর করেই নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা।


সফরকারীদের হয়ে আদিল রশিদ ও মার্ক উড দুটি করে উইকেট শিকার লাভ করে। ৪৬ বলে ৭২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। সিরিজের পঞ্চম টি-টুয়েন্টিতে আগামী ১৬ ফেব্রুয়ারী অজিদের মুখোমুখি হবে ব্ল্যাক ক্যাপসরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball