promotional_ad

সৌম্যের ভাবনায় শুধুই টি-টুয়েন্টি

promotional_ad

শেষ ছয়টি টি-টুয়েন্টিতে সৌম্য সরকারের রান যথাক্রমে ৪৪, ৪৭, ৩৪, ২৯, ৪২ এবং ৩৯। গড় ৩৯ এর বেশি এবং স্ট্রাইক রেট ১৫৭.৭। ওয়ানডে বা টেস্ট দল থেকে বাদ পরলেও টি-টুয়েন্টিতে সৌম্যের পারফর্মেন্সে আস্থা রাখছে বোর্ড।


আর তাই শ্রীলংকার বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে দলে জায়গা অক্ষুণ্ণ রেখেছেন তিনি। স্বভাবতই জায়গা ধরে রেখে আনন্দিত সৌম্য। আবারো খেলতে চান নিজের সহজাত ক্রিকেট। 


"শেষ কয়েক ম্যাচে (জাতীয় দলের হয়ে) আমি যেভাবে পারফর্ম করেছি, সেভাবে যদি পারফর্ম করি তাহলে আমি আমার হারানো আত্মবিশ্বাস খুঁজে পাবো। আমি আমার ইতিবাচক ব্যাটিং টাই চালিয়ে যেতে চাই।" 



promotional_ad

একইসাথে মিডিয়ার সামনে সৌম্য জানান, আপাতত টি-টুয়েন্টিতেই মনোনিবেশ করতে চান তিনি এবং ধরে রাখতে চান তার জায়গা। সংক্ষিপ্ত ভার্সনে ভালো করে টেস্ট বা ওয়ানডে দলে ঢোকার ব্যাপারে আগ্রহী নন তিনি।


"আমি যদি টি-টুয়েন্টিতে ভালো করে অন্য ফরম্যাটের ক্রিকেটে ফেরার চেষ্টা করি, তাহলে পারফর্ম করা অনেক কঠিন হয়ে যাবে। আমার সামনে দুই ম্যাচ আছে। 


"আমি এই দুটো ম্যাচে ভাল করে টি-টুয়েন্টি দলে জায়গা ধরে রাখতে চাই। আপনি যদি টি-টুয়েন্টিতে এসে টেস্ট বা ওয়ানডের কথা চিন্তা করেন তাহলে সেটা আপনার ব্যাটিংয়ে প্রভাব ফেলবে।" 



এদিকে আফিফ হোসেন, জাকির হাসান, আবু জায়েদ রাহী, আরিফুল হক এবং মেহেদী হাসানের মতো নবীনরা সুযোগ পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলার। টেস্ট বা ত্রিদেশীয় সিরিজে টাইগারদের সাম্প্রতিক পারফর্মেন্সের কথা প্রভাব ফেলবে না তরুণদের খেলায়, বিশ্বাস সৌম্যের।


"এই স্কোয়াডে অনেক নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে, জারা ওয়ানডে বা টেস্ট দলে ছিল না। আমার মনে হয় না ওরা টেস্ট বা ওয়ানডের ফলাফল নিয়ে ভাববে।" 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball