অধিনায়ক হচ্ছেন তামিম?

ছবি:

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একারনে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি টেস্ট এবং টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব।
আশা করা হচ্ছিলো টি-টুয়েন্টি সিরিজে লাল সবুজের জার্সিতে ফিরবেন সাকিব। তবে একটি সূত্র থেকে জানা গেছে ঘরের মাটিতে টি-টুয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না সাকিবের।
আর তার পরিবর্তে নেতৃত্বভার উঠতে পারে অন্য কোনো সিনিয়র ক্রিকেটারের কাঁধে। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কেননা টেস্ট দলের সহ অধিনায়ক তিনি।

আর এই নিয়ম মানলে, টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু প্রশ্ন থাকছে এখানেও। কেননা, কিছুদিন আগেই বোর্ড পরিচালক আকরাম খান জানিয়েছিলেন, বিপিএল অধিনায়কদের মধ্যে থেকে যেকোনো একজনকে বেঁছে নেওয়া হবে।
আর শেষবারের বিপিএলের সাফল্য দেখলে উঠে আসে মাশরাফি, সাকিব, তামিম এবং মাহমুদুল্লাহর নামই। মাশরাফি যেহেতু সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আর সাকিব যেহেতু ইনজুরিতে সেক্ষেত্রে তামিম বা মাহমুদুল্লাহ'র একজনকেই অধিনায়ক হিসেবে বেঁছে নেবে বোর্ড বলে ধারনা করা যাচ্ছে।
উল্লেখ্য, আগামী ১৫ই ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ১৮ ফেব্রুয়ারি সিলেটে। আর এই সিরিজকে ঘিরে গত ১০ই ফেব্রুয়ারি টি-টুয়েন্টি স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দল:
তামিম ইকবাল , সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আরিফুল হক, জাকির হাসান, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জাহেদ রাহি ও মেহেদী হাসান।