promotional_ad

প্রোটিয়া শিবিরে স্বস্তির নিঃশ্বাস

promotional_ad

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সময়ে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এ চোটের কারণে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম তিন ওয়ানডে খেলা হয়নি তার।


আর ডি ভিলিয়ার্স সহ, দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক এবং নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ইনজুরিতে নিজেদের মাটিতেও অসহায় দক্ষিণ আফ্রিকা। এমনিতেই ভারতের কাছে ০-৩ ব্যবধানে পিছিয়ে পরেছে তারা।


তবে এবার স্বস্তি ফিরছে আফ্রিকা ক্যাম্পে। কেননা ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের চতুর্থ ওয়ানডেতে খেলবেন এবি ডি ভিলিয়ার্স। শেষ তিন ওয়ানডের জন্য ঘোষিত দলে তার নাম ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।



promotional_ad

এছাড়াও একাদশে আছেন ডি ককের বদলি উইকেটরক্ষক ব্যাটসম্যান হেনরিচ ক্লাসেন। এদিকে চতুর্থ ওয়ানডে ম্যাচে গোলাপী জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে প্রোটিয়াদের।


এদিকে ডি ভিলিয়ার্স যদি একাদশে থাকেন সেক্ষেত্রে তিনি তিন বা চার নম্বর পজিশনে ব্যাট করবেন। আর এতে আবারো ব্যাটিং অর্ডারে নিচে নেমে যেতে হবে জেপি ডুমিনিকে। আর তাহলে একাদশ থেকে বাদ পরতে হতে পারে ডেভিড মিলার বা এবির বদলে সুযোগ পাওয়া খায়া জন্ডোকে। 


দক্ষিণ আফ্রিকা দলঃ- এইডেন মার্করাম (অধিনায়ক), হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, মর্নে মরকেল, ক্রিস মরিস, লুঙ্গি এনজিডি, অ্যান্ডিল ফেহলুকওয়াইউ, ক্যাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, খায়া জন্ডো, ফারহান বেহার্ডিন, হেনরিচ ক্লাসেন। 



ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball