সৌরভকেও ছাড়িয়ে গেলেন কোহলি

আন্তর্জাতিক
সৌরভকেও ছাড়িয়ে গেলেন কোহলি
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

ব্যাট করতে নামলেই নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি করেছেন ভারতের এই রান মেশিন।

আর এই সেঞ্চুরি করে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকেও ছাড়িয়ে গেছেন কোহলি। ভারতীয় অধিনায়ক হিসেবে ১১ টি সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন গাঙ্গুলী। আজ সেটা ভেঙ্গে দিয়েছেন কোহলি। অধিনায়ক হিসেবে করেছেন ১২ নম্বর সেঞ্চুরি।

আর কোহলির ৩৪তম ওয়ানডে সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৬ উইকেটে ৩০৩ রানের বড় স্কোর গড়েছে ভারত। কোহলি করেছেন ১৫৯ বলে ১২টি চার এবং দুটি ছক্কায় ১৬০* রান।

এদিকে অধিনায়ক হিসেবে গাঙ্গুলীর ১১ টি সেঞ্চুরি করতে লেগেছিল ১৪২ ইনিংস। কোহলি তাকে ছাড়িয়ে গেলেন মাত্র ৪৩ ইনিংসে! সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫তম সেঞ্চুরি করলেন কোহলি। 

এদিনে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান করেছেন আরেকটি রেকর্ড। তিনিই একমাত্র ভারতীয় অধিনায়ক যার দক্ষিণ আফ্রিকার মাটিতে একই সিরিজে ৫০ এর বেশি দুটো ইনিংস আছে।

এছাড়া সবশেষ মিলিয়ে আর দুজন অধিনায়কের আছে এমন কৃতিত্ব। অজি কিংবদন্তী অধিনায়ক রিকি পন্টিংয়ের (২০০১-০২ মৌসুম) এবং পাকিস্তানের মিসবাহ উল হকের (২০১২-১৩ মৌসুম)।

এদিকে ভারতের রান পাহাড়ের জবাবে ব্যাটিংয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এই রিপোর্ট লিখার সময় পর্যন্ত তাদের সংগ্রহ পাঁচ উইকেটে ১৪২ রান। জিততে হলে আরও ১৬ ওভারে ১৬২ রান করতে হবে তাদের।  


আরো পড়ুন: this topic