promotional_ad

বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত বোলিঞ্জারের

promotional_ad

অবশেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন অস্ট্রেলিয়ান পেস বোলার ডগ বোলিঞ্জার। ক্যারিয়ারের ৩৬ বছরের ক্লান্তিলগ্নে এমন সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী সোমবার নিউ সাউথ ওয়েলসের হয়ে শিফফিল্ড শিল্ডের(অস্ট্রেলীয়ান জাতীয় ক্রিকেট লীগ) ম্যাচের মধ্যদিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।


মূলত পরিবারকে সময় দিতেই তার এমন সিদ্ধান্ত। “আমি ১৫-১৬ মওসুম নিজের ঘরের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলেছি যা আমার জন্য ছিল অসাধারন। এটা আমার জন্য দুর্দান্ত যাত্রা ছিল।


"সেখানে আমি অসাধারন কিছু মানুষের সাথে মেলামেশা করেছি যা আমাকে অস্ট্রলিয়ার জাতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট খেলতে উদ্বুদ্ধ করেছে। জীবনের এই পর্যায়ে এখন সময় এসেছে পুরোপুরি আমার স্ত্রী টেগান এবং ছেলেমেয়ে লিয়াম ও স্কাইকে সময় দেবার।"; অজি মিডিয়াকে জানাচ্ছিলেন বোলিঞ্জার।


১৫-১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে বিভিন্ন মঞ্চে নিজের সহজাত প্রতিভা চিনিয়েছেন বাঁহাতি এই পেসার। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট ম্যাচের মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। 



promotional_ad

দলের হয়ে ১২টি টেস্টে ৫০টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ৩৯ টি ওয়ানডে ম্যাচে তার সংগ্রহ ৬২ উইকেট। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তার সংগ্রহ নয় ম্যাচে নয় উইকেট। তবে নিয়মিত নিয়মিত পারফর্মেন্স ধরে রাখতে না পারায় জাতীয় দল থেকে দ্রুতই ছিটকে পড়েন তিনি। 


সেই ২০১১ সালেই দক্ষিন আফ্রিকার বিপক্ষে দলের হয়ে শেষ ওয়ানডে খেলা হয়েছিল তার। ২০১৪ সালে ঘরের মাঠে একই দলের বিপক্ষে শেষ টি-টুয়েন্টি ম্যাচে খেলেছিলেন তিনি। এরপর থেকে ঘরোয়া ক্রিকেট এবং ফ্রেঞ্চাইজি আসরগুলোতে নিয়মিত দেখা যাচ্ছিলো তাকে।


ইন্ডিয়ান ক্রিকেট লীগে (আইপিএল) ২০১০ থেকে ২০১২ পর্যন্ত চেন্নাই সুপার কিন্সের হয়ে মাঠ মাতিয়েছেন এই অস্ট্রেলিয়ান। আইপিএলে খেলা মোট ২৭ টি ম্যাচে ৩৯ উইকেট নিয়েছেন এই পেসার।


ক্যারিয়ারের ইতি টানতে গিয়ে আবেগী হয়ে পরেন আইপিএল শিরোপাজয়ী এই ক্রিকেটার। সুদীর্ঘ ক্রিকেট জীবন শেষ করার পথে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোচ এবং সতীর্থদের প্রতি। "আমি প্রথমের দিকে খুবই খারাপ খেলতাম। আমি একদম শুরুতে প্রথম শ্রেণীর ক্রিকেটে কোচ হিসেবে স্টিভ রিক্সন ও ট্রিভর বেলিসকে পাই। 



"নিউ সাউথ ওয়েলসে স্টিভ ওয়াহকে আমি সর্বপ্রথম অধিনায়ক হিসেবে পেয়েছি, তিনি ছিলেন অবিশ্বাস্য। স্টিভসহ আমি নিউ সাউথ ওয়েলস এবং জাতীয় দলে অনেক সেরা অধিনায়কদের সাথে খেলেছি তাঁর ভেতর রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক উল্লেখ্যযোগ্য।"; জানাচ্ছিলেন ডগ বোলিঞ্জার।


ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball