প্রত্যাশার অপূর্ণতায় সুজনের আফসোস

ছবি:

প্রথম ইনিংসে বাংলাদেশ দল যদি আরও কিছু রান তুলতে পারতো স্কোরবোর্ডে, তবে ম্যাচের চেহারা অন্যরকম হওয়ার কিছুটা সম্ভাবনা ছিল। মূলত প্রথম ইনিংসে প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে না পারাতেই আফসোস করছেন খালেদ মাহমুদ সুজন।
তৃতীয় দিনের (শুক্রবার) খেলা শেষে দলের টেকনিক্যাল ডিরেক্টর জানান, "কয়েকটি জুটি হয়েছে, তবে আমাদের প্রত্যাশা মতো ব্যাটিং হয়নি। কারণ উইকেট ব্যাটিং বান্ধব। তাই ব্যাটিং আরেকটু ভালো করা যেত। সুযোগ মিস করেছি। ফাস্ট ডে তে ৩৭৪ করলাম।
পরের দিনে উইকেট আরও কম পড়লে ভালো হতো। ছয়শ-সাড়ে ছয়শ রান তুলতে পারলে ভালো হতো। আর আমার মনে হয় না কিছু সময় আমরা ভালো বোলিং করেছি। সত্যি বলতে গেলে ভালো করেনি। আরেকটু ভালো করা যেত।"

৫০৪ রান করে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষ করা শ্রীলঙ্কা দলের উইকেট পাহারায় আছেন অধিনায়ক দিনেশ চান্দিমাল (৩৭*) এবং রোশেন সিলভা (৮৭*)। ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশের ঘাড়ে রানের বোঝা চাপিয়ে দিতে উদগ্রীব লঙ্কান শিবির।
তবে সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দলও। উইকেটে হাফ সেঞ্চুরি এবং সেঞ্চুরির প্রহর গুনতে থাকা দুই লঙ্কান ব্যাটসম্যান সহ দলের বাকী সবাইকে দ্রুত ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ দল।
"তবে তাদের কতো দ্রুত আউট করতে পারি সেই পরিকল্পনা করছি আমরা। চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় দুই-তিনটা উইকেট নিতে পারলে আমরাও হয়তো ম্যাচের কন্ট্রোল নিতে পারবো। তবে এজন্য আমাদের আরও ভালো বোলিং-ব্যাটিং করতে হবে।"