promotional_ad

বিতর্কিত গামিনির শাস্তি হবে তো?

promotional_ad

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের চিফ পিচ কিউরেটর গামিনি ডি সিলভার উপর অভিযোগ উঠেছিল যে, তিনি নাকি ত্রিদেশীয় সিরিজের ফাইনালের উইকেট নিয়ে লঙ্কান টিম ম্যানেজম্যান্টের কাছে স্পর্শকাতর তথ্য বিক্রি করেছেন।


গামিনির বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের সত্যতাও মিলেছে। পাশাপাশি তার বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে ফাইনালের আগে বিসিবির একাডেমি ভবনে চন্ডিকা হাথুরুসিংহের সাথে দেড় ঘন্টা বৈঠকও করেছেন তিনি।


এবার  কেঁচো খুড়তে সাপ বেরিয়ে এলো। জানা গিয়েছে, শ্রীলংকা আসবে বলে তার উপর আগেই সন্দেহ ছিল। বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্ট নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে সুপারিশও করেছিল যেন গামিনিকে এই সিরিজের দায়িত্ব না দেয়া হয়।



promotional_ad

এসব বিষয়ে একাত্তর টেলিভিশনের সাথে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। সেখানে তিনি জানান,'যেহেতু টিম ম্যানেজম্যান্ট এবং মিডিয়া উইকেটের বিষয়টি নিয়ে আমাদের কাছে কিছু বিষয় এসেছে।


তাই বোর্ড বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছে। বিষয়টি নিয়ে আমরা তৎপর, অবশ্যই দেখবো বিষয়টি। পাশাপাশি তিনি আরও জানান, বিষয়টি তারা নিজেরাই দেখাশোনা করবেন। তিনি আরও বলেন, 'এইটা আমাদের সম্পূর্ণ ভিতরের ব্যাপার। আমরা আমাদের মত বিষয়টি তদারকি করবো।' 


এছাড়াও জানা গিয়েছে গামিনি ডি সিলভাকে এই বিষয়ে কারণ দর্শানোর জন্য ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সুতরাং এই সময়ের মধ্যে জবাব দিতে তিনি বাধ্য। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball