দুর্লভ রেকর্ডের সাক্ষী দক্ষিণ আফ্রিকা-ভারত টেস্ট সিরিজ

ছবি:

শেষ টেস্ট ম্যাচে জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে হোয়াইটওয়াশ লজ্জা থেকে বাঁচলো ভারতীয় দল। বোলারদের দাপট দেখানো এই সিরিজে শেষপর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে ভারত।
তবে বোলারদের দাপট দেখানোর এই তিন টেস্টের সিরিজে ১২ ইনিংসে দুই দল মিলে মোট ১২০ উইকেটের সবকয়টি হারিয়েছে, যা টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে এই প্রথম।
জানিয়ে রাখা ভালো, আফ্রিকায় পেসারদের স্বর্গভূমিতে বোলাররা ৫ উইকেট নিয়েছে মোট চারবার, এর বিনিময়ে সেঞ্চুরি হয়েছে মাত্র একটি। করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

মজার বিষয় হচ্ছে এই টেস্টে ১২০ উইকেটের মোট ১০৬ উইকেটই নিয়েছেন পেসাররা। আর শেষ টেস্টের ৪০টি উইকেটই পেয়েছেন দুই দলের পেসাররা। ১২০ উইকেটের মধ্যে মোট ছয়টি উইকেট রানআউট।
বাকী আঁটটি উইকেট নিয়েছেন দুই দলের স্পিনাররা। উল্লেখ্য, তিন টেস্টের সিরিজে এর আগে রেকর্ড ছিল ১২০ টি উইকেটের মধ্যে ১১৮ উইকেট নেওয়ার। কিন্তু এবার সেটাও ভেঙ্গে গেলো।
ছবিঃ- ক্রিকইনফো