এক বছর পর ভারতীয় দলে সুরেশ রায়না

ছবি:

আর কিছুদিন পরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বিরাট কোহলির নেতৃত্বাধীন। ইতিমধ্যে এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আর এই স্কোয়াডে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন ব্যাটসম্যান সুরেশ রায়না। গত বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি খেলেছিলেন রায়না। আর ওয়ানডে খেলেছিলেন সর্বশেষ ২০১৫ সালে।
এদিকে রায়নার পাশাপাশি আরো ডাক পেয়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং মুম্বাইয়ের পেসার শার্দূল ঠাকুর। অপরদিকে ১৬ সদস্যের এই স্কোয়াডে রাখা হয়নি শ্রেয়াস আইয়ার, বাসিল থাম্পি, দীপক হুদা, মোহাম্মদ সিরাজ এবং ওয়াশিংটন সুন্দরকে।
ভারতের ১৬ সদস্যের স্কোয়াড-
১। বিরাট কোহলি (অধিনায়ক)
২। রোহিত শর্মা
৩। শিখর ধাওয়ান
৪। লোকেশ রাহুল

৫। সুরেশ রায়না
৬। মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক)
৭। দীনেশ কার্ত্তিক
৮। হার্ধিক পান্ডিয়া
৯। মনিষ পান্ডে
১০। অক্ষর প্যাটেল
১১। যুবেন্দ্র চাহাল
১২। কুলদ্বীপ যাদব
১৩। ভুবনেশ্বর কুমার
১৪। জাসপ্রিত বুমরাহ
১৫। জয়দেব উনাদকাট
১৬। শার্দূল ঠাকুর