ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরি আক্রান্ত হওয়ায় প্রথম টেস্টে খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
আর তাই বছরের শুরুতে টেস্টের নতুন অধিনায়ক হওয়ার পরেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নেতৃত্ব দিতে পারবেন না সাকিব। তবে সাকিবের অনুপস্থিতিতে এই টেস্টে অধিনায়কত্ব করবেন চলতি বছরের শুরুতেই দলের সহ অধিনায়ক নির্বাচিত হওয়া মাহমুদুল্লাহ রিয়াদ।
আর এই খবরটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবারের ফাইনালে সাকিব ইনজুরিতে পরার বেশ কিছুক্ষণ পরেই উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এমনটা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে এর আগে কখনোই অধিনায়কত্ব করেননি মাহমুদুল্লাহ। তবে সাকিবের ইনজুরির সুবাদে এবারই প্রথমবারের মতো অধিনায়কত্ব করছেন মাহমুদুল্লাহ। এদিকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পরা সাকিবকে ছাড়া ব্যাটিংয়ে নেমে ম্যাচটিতে ৭৯ রানে হেরেছে টাইগাররা।
জানুয়ারির ৩১ তারিখ থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ। এরপরে ফেব্রুয়ারির ৮ তারিখে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। তারপরে ১৫ ও ১৮ই ফেব্রুয়ারি টাইগারদের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলতে নামবে শ্রীলঙ্কা।