চূড়ান্ত নাটকীয়তায় ওয়ান্ডারার্স টেস্ট

আন্তর্জাতিক
চূড়ান্ত নাটকীয়তায় ওয়ান্ডারার্স টেস্ট
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

আগে থেকেই জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের পিচ নিয়ে দারুণ সমালোচনা হচ্ছিলো। কেননা এই উইকেট রীতিমতো বিষের ছোবল দিচ্ছে ব্যাটসম্যানদের। গুড লেন্থের বল একবার ব্যাটসম্যানের কোমড়ে লাগছে অথবা আঘাত হানছে ব্যাটসম্যানদের হেলমেটে। 

ভারতের ছুঁড়ে দেওয়া ২৪১ রানের লক্ষ্যে ব্যাট করার সময় এক উইকেটে হারিয়ে ১৭ রানে ছিল দক্ষিণ আফ্রিকা। আর তখনই জাসপ্রিত বুমরাহর গুড লেন্থের বল আঘাত হানে প্রোটিয়া ওপেনার ডিন এলগারের হেলমেটে। দ্রুত ফিজিও প্রবেশ করেন মাঠে।

আর তখনই দুই আম্পায়ার ইয়ান গোল্ড এবং আলিম দারের সিদ্ধান্তে খেলা বন্ধ করা হয়। যদিও দুই দলের অধিনায়কই রাজি ছিলেন খেলতে। এমনকি ব্যাটসম্যান বোলাররাও রাজি ছিলেন। পরবর্তীতে খেলা শুরু হলেও শেষ পর্যন্ত ব্যাটসম্যানদের নিরাপত্তার কথা চিন্তা করে ১৯ মিনিট আগেই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।

তবে দিনের শুরুতেই পিচের কল্যাণে আরও বেশি ভয়ংকর হয়ে উঠেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। এর মাঝেও নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছিলো ভারত। 

অধিনায়ক বিরাট কোহলি করেন ৪১ রান এবং আজিঙ্কা রাহানে করেছেন ৪৮ রান। এছাড়া শেষদিকে ভুবনেশ্বর কুমার ৩৩ এবং মোহাম্মদ শামি ২৭ রান করে এমন কঠিন উইকেটেও দলকে ভালো সংগ্রহ এনে দেন। 

জানিয়ে রাখা ভালো, পুরো দিনে চারবার থেমেছিল ম্যাচটি। আর একটু পর পরই আম্পায়ারদের মধ্যে আলোচনা করতে দেখা গিয়েছে। যদিও প্লেসিস এবং কোহলি দুজনই চেয়েছিলেন ম্যাচটি খেলতে। এমনকি কোহলি ব্যাটিংয়ে থাকার সময়, লাঞ্চে গেলে তাকেও জিগ্যেস করেন আম্পায়াররা।

কিন্তু তখনো এই ভয়ঙ্কর উইকেটে খেলতে দ্বিধা প্রকাশ করেননি ভারতীয় অধিনায়ক। চতুর্থ দিনে তাই অপেক্ষা করছে নানান নাটক। উইকেট পাহারায় আছেন ডিন এলগার (১১*) আর হাশিম আমলা (২*)।

আরো পড়ুন: this topic