promotional_ad

বদলে যাওয়া বাংলাদেশের স্তুতিতে টাটেন্ডা টাইবু

promotional_ad

গত কয়েক বছরে যথেষ্ট উন্নতি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বের বাঘা বাঘা দলকেও এখন আর ভয় পায় না টাইগাররা। আর এই উন্নতির পেছনে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে দেশের ঘরোয়া ক্রিকেট, এইচপি এবং অ্যাকাডেমি দল থেকে উঠে আসা বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটাররা। এমনটাই মনে করেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক টাটেন্ডা টাইবু। 


ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে জিম্বাবুয়ে দল। আর তাদের সাথে এসেছেন জিম্বাবুয়ে দলের প্রধান নির্বাচক টাইবুও।


দেশীয় টিভি চ্যানেল সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে টাইবু কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেট দলের উন্নতির নানা দিক প্রসঙ্গে। তিনি বলেন, 'তোমাদের উন্নতির পেছনে আরেক ভিত্তি হলো তোমাদের দেশের বয়স ভিত্তিক ক্রিকেট খুবই শক্ত।'



promotional_ad

শুধু তাই নয়, এইচপি দল এবং অ্যাকাডেমি দলও এক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করছে বলে মনে করেন টাইবু। এক্ষেত্রে বিসিবিরও প্রশংসা করেছেন তিনি। সাবেক এই জিম্বাবুইয়ান অধিনায়কের ভাষ্যমতে,


'এইচপি দল এবং একাডেমী দলের সব কার্যক্রম চলছে নিয়মিত। যে দেশের ক্রিকেট এমন সক্রিয় তারাই উন্নতি করবে এটাই স্বাভাবিক। সেই সাথে বিসিবিও সাংগঠনিকভাবে বেশ তৎপর।'


বর্তমান বাংলাদেশ দলের গোড়াপত্তন হয়েছিলো মূলত ২০০৫-০৬ সালে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের হাত ধরে। সেই সময় থেকেই ধীরে ধীরে এই অবস্থানে উঠে এসেছে টাইগাররা বলে মনে করেন সেসময় জিম্বাবুয়ে দলের অধিনায়ক ছিলেন টাইবু।



বাংলাদেশকে খুব কাছ থেকে দেখা এই সাবেক ক্রিকেটার  বলছিলেন, 'যদি ২০০৫-০৬ সালের দিকে ফিরে তাকান তাহলে ঐ সময়ে দেখবেন হাবিবুল বাশার সুমন পুরো দলকে একাট্টা করার প্রাণপণ চেষ্টা করেছে। আমি বলবো সে সময় থেকেই ধীরে ধীরে আজকের বাংলাদেশ এই পর্যায়ে।'


উল্লেখ্য অবসর নেয়ার আগে মোট ২৮টি টেস্ট এবং ১৫০টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন টাটেন্ডা টাইবু। যেখানে সাদা পোশাকের ফরম্যাটে তিনি ৩০.৩১ গড়ে সংগ্রহ করেছিলেন ১৫৪৬। অপরদিকে ওয়ানডেতে ২৯.২৫ গড়ে তাঁর সংগ্রহ ছিলো ৩৩৯৩ রান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball