promotional_ad

পরাজয়ের বৃত্তে আবদ্ধই রয়ে গেল পাকিস্তান

promotional_ad

চলমান নিউজিল্যান্ড সফরটি যেন রীতিমত অপয়া হিসেবেই আবির্ভূত হয়েছে সরফরাজ আহমেদের পাকিস্তানের কাছে। কিউইদের কাছে একের পর এক ম্যাচে নাস্তানাবুদ হতে হচ্ছে তাদের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ইতিমধ্যে ধবল ধোলাই হয়েছে পাকিস্তান। এবার সেই ধারাবাহিকতা বুঝি বজায় থাকছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও।


কেননা ইতিমধ্যে সোমবার সিরিজের প্রথম ম্যাচ দিয়ে সেই আভাসই দিয়ে রেখেছে সরফরাজ বাহিনী। ওয়েলিংটনে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি ম্যাচে কিউইদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে সফরকারীরা। আর দুর্দান্ত এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে টিম সাউদির নিউজিল্যান্ড। 


এদিন ওয়েলিংটনে টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই দলপতি সাউদি। তাঁর এই সিদ্ধান্ত অবশ্য ভুল প্রমাণিত হতে দেননি বোলাররা। দারুণ বোলিং করে পাকিস্তানীদের মাত্র ১০৫ রানে অলআউট করে দিয়েছেন তারা।



promotional_ad

আর এর পেছনে সবথেকে বেশি অবদান ছিলো অধিনায়ক সাউদির নিজেরই। কেননা ৪ ওভার বোলিং করে মাত্র ১৩ রানে ৩ উইকেট নিয়ে তিনিই ছিলেন দলের সেরা বোলার। এছাড়াও ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন আরেক পেসার সেথ র‍্যান্স। অপরদিকে স্পিনার মিচেল স্যান্টনার তুলে নিয়েছেন ২ টি উইকেট।    


কিউই বোলারদের তোপে এক বাবর আজম ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যানই সেভাবে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৪১ রান করেন বাবর। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান এসেছে লোয়ার অর্ডার ব্যাটসম্যান হাসান আলীর ব্যাট থেকে।


বাকি ব্যাটসম্যানদের আর কেউই দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি। ফলে দুই বল হাতে রেখেই মাত্র ১০৫ রানে গুঁটিয়ে যেতে হয়েছে সফরকারী দলকে। মাত্র ১০৬ রানের মামুলি লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে ৮ রানের মাথায় ২ উইকেট হারালেও কলিন মুনরো ও টম ব্রুসের ৪৯ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কিউইরা।



এরপর ৫৭ রানের মাথায় টম ব্রুস (২৬) আউট হয়ে গেলেও কলিন মুনরো (৪৯) ও রস টেইলরের (২২) ব্যাটে আর উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। এই দুই ব্যাটসম্যান ৪৯ রানের জুটি গড়ে অপরাজিত থাকেন।


ব্যাট হাতে ৪৩ বলে ৪৯ রানের দারুণ একটি ইনিংস খেলার জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কিউই অলরাউন্ডার কলিন মুনরো। আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball