promotional_ad

'তামিম ভাইয়ের সাথে ব্যাটিং করা গর্বের ব্যাপার'

promotional_ad

ওপেনিং পজিশনে তামিম ইকবালের যোগ্য সঙ্গী নিয়ে কম মাথা ঘামাতে হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিগত ৩ বছরে সৌম্য সরকার এবং ইমরুল কায়েস দুজনকে দিয়েই এতোদিন কাজ চালিয়েছে বিসিবি।


ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজে নেই ইমরুল, আর ফর্মহীনতার কারণে প্রথম বারের মতো দল থেকেই বাদ পড়েছেন সৌম্য। যেকারণে চলমান সিরিজে তিন বছর পর সুযোগ পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান আনামুল হক বিজয়।


তিন বছর পর দলে ফেরা বিজয়কে দায়িত্ব দেয়া হয়েছে তামিমের সঙ্গে ওপেন করার। প্রথম ম্যাচে ভালো সূচনা পেয়েও উইকেটে থিতু হতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে এসে তামিমের সঙ্গে ওপেনিংয়ে গড়েছেন ৭১ রানের জুটি।



promotional_ad

বিজয় এবং তামিম মিলে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশকে বড় স্কোর গড়ার ভিত গড়ে দিয়েছিলেন বলেই বড় স্কোর গড়তে সক্ষম হয়েছিল টাইগাররা। আর সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যে ফাইনালে চলে গিয়েছে বাংলাদেশ।


যেকারণে শেষের দুই ম্যাচে নির্ভার হয়ে খেলবে জাতীয় দলের ক্রিকেটাররা। আর বিজয় জানালেন এতোদিন পর দলে এসে মানিয়ে নিতে কষ্ট হচ্ছেনা তার। ওপেনিংয়ে তামিম ইকবালের পুরো সমর্থন পাচ্ছেন যেকারণে মন মতো খেলতে পারছেন তিনি। 


আর তামিম ইকবালের সাথে ওপেন করতে পারাটা তার কাছে গর্বের ব্যাপার মনে হয়। শনিবার সংবাদ সম্মেলনে এসে এসব নিয়েই কথা বলেন বিজয়। সেখানে তিনি জানান,'তামিম ভাই সব সময় খুব সমর্থন করেন। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তামিম ভাইয়ের চেয়ে সাপোর্টিভ কেউ নেই।



তামিম ভাইয়ের সাথে ব্যাটিং করা গর্বের ব্যাপার। বাংলাদেশে এতো বড় একজন ওপেনার জন্ম নিয়েছেন— এটা বিরাট ব্যাপার। তার সাথে নানা বিষয় নিয়ে কথা হয়। অফ দ্যা ফিল্ড বা অন দ্যা ফিল্ডে কথা হয়েছে। তিনিও আমার প্রশংসা করেছেন। আসলে দুই দিক থেকেই রান এলে খুব ভালো হয়। সেটা আসছে।


আর ডানহাতি ও বাঁহাতির কম্বিনেশন থাকলে বোলারদের জন্য একটু অসুবিধা থাকে। দিক পরিবর্তন হলে বোলিংয়েও পরিবর্তন আনতে হয়। আমরা ওপেনাররা যদি বেশি রান করতে পারি, তাহলে পরের দিকের ব্যাটসম্যানদের জন্য কাজ সহজ হয়ে যায়। মাত্র তো দলে ফিরলাম, আশা করি সামনে আরো বেশি কিছু শিখতে পারবো এবং বড় কিছু করতে পারবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball