promotional_ad

নির্ভার বাংলাদেশ, স্বাধীন বিজয়

promotional_ad

প্রথম বারের মতো ত্রিদেশীয় সিরিজ জয়ের হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে। ত্রিদেশীয় সিরিজে ২ ম্যাচ হাতে রেখেই প্রথম দল হিসেবে আগেই ফাইনালের টিকিট পেয়েছে মাশরাফি বিন মুর্তোজার বাংলাদেশ।


সিরিজের বাকি এখনো দুই ম্যাচ। বাকি দুই ম্যাচকে তাই ফাইনালের আগে প্রস্তুতি হিসেবে নিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আর দীর্ঘদিন পরে বাংলাদেশ দলে সুযোগ পাওয়া ক্রিকেটার আনামুল হক বিজয় মনে করেন যে টাইগাররা দল হিসেবে এখন পর্যন্ত ভালো খেলেছে।


সিরিজের শেষ দুই ম্যাচে একাদশে পরীক্ষানিরীক্ষা চালাতে পারে টাইগারদের টিম ম্যানেজম্যান্ট। ফাইনালের আগে দল কোন চাপে নেই, পুরোপুরি নির্ভার হয়ে শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


এমনটাই জানিয়েছেন ওপেনার আনামুল হক বিজয়। রবিবার সংবাদ সম্মেলনে এসে কথা বলেন এই ডানহাতি ব্যাটসম্যান। সেখানে তিনি জানিয়েছেন,'জেতার পর সবারই ভালো লাগার বিষয় থাকে। অবশ্যই সবাই ভালো খেলছে। আমরা দল হিসেবে ভালো খেলতে পারছি। অবশ্যই একটা ভালো লাগার বিষয় থাকে। আর ভালো লাগার বিষয় যেখানে থাকে সেখানে একটু নির্ভার তো থাকেই।'



promotional_ad

বিজয় আরও জানান, ব্যাটিংয়ের সময় কোন প্রকার চাপে থাকেন না তিনি। টিম ম্যানেজম্যান্ট থেকে তাকে নিজের মতো খেলার স্বাধীনতাও দেয়া হয়েছে বলে জানান এই ডানহাতি ব্যাটসম্যান। পাশাপাশি দলের স্বার্থে যেকোন কিছু করতে রাজি বিজয়। তিনি আরও বলেন,


'টিম ম্যানেজম্যান্ট থেকে আমাকে ফ্রিডম দেয়া হয়েছে আমাকে আমার মতো করে খেলতে। দল যেভাবে চাচ্ছে চেষ্টা করছি সেভাবেই খেলার জন্য। আসলে স্বাধীনতা পেলে তো অবশ্যই ভালো লাগে। নিজেরটা আরও দেখানো যায় কতটুকু পারা সম্ভব, কতটুকু পারি। আমার মনে হয় ফ্রিডম থাকা এরকম খেলা। দল যেভাবে চাচ্ছে সেভাবেই খেলছি। আর প্রেসে আসা অনেকদিন পর…ঠিক আছে। প্রেসের সাথে কথা ব??তে মাঝে মাঝে ভালো লাগে।'


এদিকে সিরিজের দুই ম্যাচই ভালো শুরু করে সেটাকে বড় করতে পারেননি বিজয়। তবে সামনে ম্যাচগুলোতে ইনিংস লম্বা করার প্রত্যয় নিয়েই ব্যাটিং করবেন বলেও জানান তিনি। তবে তার চেস্টা থাকবে নিজের স্বাভাবিক খেলাটা খেলার। বিজয়ের ভাষ্যমতে,


'অনেক সময় দেখা যায় খুব ভালো ব্যাটিং করছি কিন্তু সুযোগ দেওয়া ছাড়া। ওই সময় খুব ভালো একটা ক্যাচ ধরে ফেলে। কিংবা রান আউট হয়ে যেতে পারি। আবার কোনো এক ভুলে আউটও হয়ে যেতে পারি। তখন  কিন্তু আসলে লাইফটা পায় না। আসলে লাইফটা খেলার একটা অংশ।



আমার কাছে মনে হয় লাইফের বলটা চলে গেছে তো চলে গেছে। পরবতী বলটা ফোকাস করি সব সময়। আর আমার কাছে মনে হয় আক্রমণাত্মক আছি ….দল যেটা চাচ্ছে সেভাবে খেলার। এর মধ্যে চান্স আসতে পারে,, ভালো ব্যাটিং করতে পারি। এবং তা করতে থাকব। চেষ্টা করবো এখন যেভাবে খেলছি সেভাবে খেলার।'


৩বছর পর জাতীয় দলে ফিরে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না তার। দলের সবাই তাকে সাপোর্ট দিচ্ছে, পাশাপাশি সিনিয়র ক্রিকেটাররা তাকে তার মতো খেলতে সহযোগীতা করেহচেন। তিনি মনে করেন দল যেহেতু খুশি আছে তাই তিনি নিজেও খুশি। বিজয় আরও বলেন,


'দল যেভাবে চেয়েছে…সবাই খুব সাপোর্ট করছে। সিনিয়র প্লেয়াররা….তামিম ভাইয়ের থেকে শুরু করে। মুশফিক ভাই, রিয়াদ ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাই সবাই খুব সাপোর্ট করছে। সবাই ইতিবাচক আছে। এ জিনিসটা খুবই ভালো লাগার বিষয়। আসলে সব সময় চেয়েছি দল যেভাবে চায় সেভাবে নিজেকে উড়ার করে খেলতে। আমার কাছে মনে হয় টিম যেহেতু খুশি আছে তাই আমি নিজেও খুশি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball