promotional_ad

রয়ের ইতিহাস গড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের দুর্দান্ত জয়

promotional_ad

অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে হারের পর। সীমিত ওভারের ক্রিকেটে মাঠে নেমেই নিজেদের জাত চিনিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে অ্যারন ফিঞ্চের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩০৫ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া।




জবাবে জেসন রয়ের ইতিহাস গড়া সেঞ্চুরিতে ৭ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। ১৮০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে ম্যাচের নায়ক ইংলিশ ওপেনার রয়। এটাই ওয়ানডে ইতিহাসে ইংল্যান্ডের কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল অ্যালেক্স হেলসের দখলে। ২০১৬ সালে হেলস ভারতের বিপক্ষে ১৭১ রানের ইনিংস খেলেছিলে।




মূলত ওয়ানডে ও টি-টুয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই ২০১৪ সালে টি-টুয়েন্টি ক্রিকেট দিয়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রয়। পরের বছর অভিষেক ওয়ানডেতে। তবে এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে সাদা পোষাকে খেলা হয়নি তার। ফলে এবারের অ্যাশেজ সিরিজের দলেও ছিলেন না তিনি। তবে ওয়ানডে সিরিজে ফিরেই নিজের ব্যাটিং ঝলক দেখালে  এই ইংলিশ তারকা।



promotional_ad



১৫১ বলে ১৮০ রানের ইনিংস খেলে একাই দুমড়ে মুচড়ে দিয়েছেন অজি বোলিং অর্ডার। ১১৯.২০ স্ট্রাইক রেটের ইনিংসটি ৫টি ছক্কা ও ১৬টি চারে সাজানো ছিল। এদিন শুরু থেকেই দারুণ ছন্দে খেলতে থাকেন রয়। ৬০ রানের মধ্যে ২ উইকেটে পড়লেও জো রুটকে নিয়ে দারুণভাবে বিপর্যয় সামাল দেন তিনি। তৃতীয় উইকেটে এই দুজনের ব্যাট থেকে এসেছে ২২১ রানের জুটি।




দলীয় ২৮৮ রানের মাথায় রয় যখন সাজঘরে ফেরেন তখন জয় অনেকটাই নিশ্চিত। ৯১ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন জো রুট। এদিন ৩২ বলে প্রথম ফিফটি পূরণ করেন জেসন রয়। যা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো ইংলিশ ব্যাটসম্যানের দ্রুততম অর্ধশতক।





অস্ট্রেলিয়ার হয়ে দু’টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। অন্যটি মার্কাস স্টয়নিসের। এর আগে টস জিতে স্টিভেন স্মিথদের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক রুট। নির্ধারিত ৫০ ওভার শেষে স্কোরবোর্ডে ৮ উইকেটে ৩০৪ রান তোলে অজিরা। ফিঞ্চের ব্যাট থেকে আসে ১১৯ বলে ১০৭ রান। অর্ধশতক হাঁকান মিচেল মার্শ (৫০) ও স্টয়নিস (৬০)।




টিম পেইনের ব্যাট থেকে আসে ২৭ রান। ডেভিড ওয়ার্নার ২, স্মিথ ২৩ রানে সাজঘরে ফেরেন। ইংলিশ বোলারদের মধ্যে লিয়াম প্লাঙ্কেট তিনটি উইকেট দখল করে দলের সবচেয়ে সফল বোলার। আদিল রশিদ নেন দু’টি। একটি করে উইকেট নিয়েছেন ক্রিস উকস, মার্ক উড ও মঈন আলী। ব্রিসবেনে আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball