promotional_ad

গুড লাক টু হাথুঃ মাশরাফি

promotional_ad

বাংলাদেশের কোচ হিসেবে চণ্ডিকা হাথুরুসিংহেকে অবদান খাটো করে দেখার কোন সুযোগ নেই। আসন্ন ত্রিদেশীয় সিরিজে হাথুরু বাংলাদেশের 'প্রতিপক্ষ' হলেও তার অবদান ভুলবার নয়, বিষয়টি জোর গলায় বললেন বাংলাদেশ দলের কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। 


তবে ক্রিকেটাররা নিজেদের কাজটা ঠিক মত করেছেন বলেই বাংলাদেশ দল বর্তমানে ভালো দলে পরিনত হয়েছে। দলের সবার হয়ে চণ্ডিকা হাথুরুসিংহকে স্যালুট জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। 


'দেখেন বাংলাদেশের ড্রেসিং রুমে যারা খেলোয়াড় আছে তারা অনেক বড় মানসিকতা নিয়ে ঘোরে। অন বিহ্যাফ অফ দ্যা প্লেয়ার আমি হাথুরুসিংহকে স্যালুট জানাই। অবশ্যই তার আন্ডারে খেলে আমরা ভালো ফল পেয়েছি। অবশ্যই ক্রেডিট তাকে দিতে আমাদের বিন্দুমাত্র সংকোচ নেই। আমরা এমন না যে তাকে ক্রেডিট দিতে চাই না। আবার আমাদের বলতে হবে টোয়েন্টি টু রিয়ার্সে আমরা এক্সিকিউসন করেছি।'



promotional_ad

তবে সব অবদান হাথুরুর নয়। অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকায় দলের সাফল্য এসেছে বলছেন মাশরাফি। একই সাথে তরুন ক্রিকেটারদের পারফর্মেন্সের মিশেল বাংলাদেশের সাফল্যের পেছনে বড় অবদান রেখেছে। ক্রিকেটাররা কোচিং স্টাফদের সমর্থন নিয়েই মাঠে পারফর্ম করছে। কোচিং স্টাফরা ক্রিকেটারদের সহজাত ক্রিকেট খেলতে উৎসাহ দিয়েছে।


বাংলাদেশের উত্থানকে দুই পক্ষের বোঝাপড়ার ফল হিসেবে দেখছেন মাশরাফি। 'আমাদের তামিমের রেকর্ড, মুশফিকের রেকর্ড শেষ বছরে যদি দেখেন। সাকিবের ম্যাক্সিমাম ক্যারিয়ার যদি দেখেন, এখনকার মুস্তাফিজদের দেখেন। এগুলো যদি আলাদা আলাদা করে দেখেন….টুয়েন্টি টু ইয়ার্সে কোচ তাদেরকে বিশেষ কিছু করে দেয়নি। তাদের নিজেদের এটা করে নিতে হয়েছে।


আলটিমেট প্রেসারটা তাদের নিতে হয়েছে। এবং তারা করে নিয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদ যখন একশ মারে নিউজিল্যান্ডের বিপক্ষে তখন আমার কাছে মনে হয়নি কেউ ওখানে গিয়ে তাদেরকে আলাদা করে ধরে খেলিয়ে দিয়ে আসছে। সে তার সামর্থ্য অনুযায়ী খেলার চেস্টা করেছে। এবং পারফরম্যান্স করেছে। এটাই…আমি যেটা মনে করি যেই কোচ থাকুক তাকে শতভাগ আমরা ব্যাক করেছি খেলোয়াড়রাও। আমাদের বলতে সেটা দ্বিধা নেই।



আবার ক্রেডিট ছেলেদের দিতে হবে যেভাবে তারা খেলেছে…আমার বিশ্বাস এখন যারা কোচিং স্টাফ আছেন,,, হ্যালসাল, সুজন ভাই আছেন, আমরা ওনাদেরও হানড্রেড পারসেন্ট ব্যাক আপ দেওয়ার চেষ্টা করবো। এবং উনারাও আমাদের হানড্রেড পারসেন্ট ব্যাকআপ করছে। অবশ্যই পেশাদারিত্ব দেখিয়ে সবকিছু চলবে এবং চলছে।'


তবে চন্ডিকাকে শুভকামনা জানাতে ভুল করলেন না টাইগার দলপতি। নিজেদের পারফর্মেন্সেই চোখ বাংলাদেশের, এটাও জানিয়ে দিলেন তিনি। মাশরাফি বলেছেন, 'গুড লাক টু হাথু। আমরা আমাদেরটা নিয়ে বেশি চিন্তা করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball