সিরিজ জয়ের লক্ষ্যে পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড

ছবি:

সিরিজ নিশ্চত করার লক্ষ্য নিয়ে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে শনিবার ভোরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক নিউজিল্যান্ড। ডুনেডিনে বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটি শুরু হবে। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
এদিকে, সিরিজ হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা পাকিস্তান তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে টিকে থাকতে চায়। এমন লক্ষ্য নিয়েই মাঠে নামবে সরফরাজ আহমেদের দল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে জয় পায় পাকিস্তান।
তারপর ফুরফুরে মেজাজেই নিউজিল্যান্ডে পা রাখে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু প্রথম ওয়ানডেতে নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেনি পাকিস্তান। অধিনায়ক কেন উইলিয়ামসনের ১১৫ রানের সুবাদে ৭ উইকেটে ৩১৫ রান করে নিউজিল্যান্ড। এরপর জবাব দিতে নেমে বৃষ্টির কবলে পড়ে পাকিস্তানের ইনিংস।

বৃষ্টি আইনে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২২৮ রান। তবে, নির্ধারিত ৩০.১ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান তুলে ম্যাচ হারে পাকিস্তান ক্রিকেট দল। অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে পুরো ৫০ ওভার ব্যাট করতে পারে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের ৬০, শাদাব খানের ৫২ ও হাসান আলীর ৫১ রানের কল্যাণে ৯ উইকেটে ২৪৬ রান করে তারা।
এরপর বৃষ্টির কারনে ২৫ ওভারে ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপটিলের অপরাজিত ৮৬ ও রস টেইলরের অপরাজিত ৪৫ রানের সুবাদে ৭ বল হাতে রেখেই জয়ের স্বাদ পায় স্বাগতিকরা।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর ও জির্ওজি ওয়ার্কার।
পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), আমির ইয়ামিন, আজহার আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, রুম্মান রাইস, শাহদাব খান ও শোয়েব মালিক।