promotional_ad

জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচ নিয়ে শঙ্কা

promotional_ad

আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশে পা রাখের কথা ছিল বুধবার (১০ জানুয়ারি)। তবে, বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, বুধবার নয়, বৃহস্পতিবার ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল।


এবার সেই তারিখও বদলে গেলো। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় গ্রায়েম ক্রেমাররা ঢাকায় আসার কথা নিশ্চিত করেছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের সদস্যরা একসঙ্গে আসছেন না। তারা কয়েকটি দলে ভাগ হয়ে ঢাকায় পা রাখবেন। ফলে, জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।



promotional_ad

কারণ, লম্বা যাত্রার ধকল কাটিয়ে মাঠের ক্রিকেটে ব্যস্ত হয়ে যাওয়াটা বেশ কষ্টকর জিম্বাবুয়ের ক্রিকেটারদের জন্য। ফলে ধরে, নেয়া যাচ্ছে শুক্রবার ঢাকায় পৌঁছে বিশ্রাম নিয়ে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে দু’দিন অনুশীলন করে ১৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে জিম্বাবুয়ে।


দ্বিতীয় ম্যাচে ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে জিম্বাবুয়ে। ২১ জানুয়ারি নিজেদের তৃতীয় ম্যাচে আবার মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। তারপর ২৩ জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ম্যাচ।


২৭ জানুয়ারি জমজমাট ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই সিরিজ। দিবা রাত্রির তিন জাতির এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball