promotional_ad

খেই হারালো বাংলাদেশ

promotional_ad

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের যুব বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ২০৭ রানের জবাবে ব্যাট করছে সাইফ হাসানের দল। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খেলেও মানিয়ে নিতে সক্ষম হয় টাইগার টপ অর্ডারের দুই ব্যাটসম্যান পিনাক ও সাইফ।


ইনিংসের তৃতীয় ওভারে নাইম হাসানের উইকেট হারায় বাংলাদেশ। আফগান কাপ্তান নবীন-উল-হকের বলে সাজঘরে ফিরে যান তিনি। তবে পিনাকের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সাথে কাপ্তান সাইফের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।


অর্ধশত ছাড়ানো জুটি গড়ে দলকে জয়ের ভিত এনে দেয় এই জুটি। আগ্রাসী ব্যাটিংয়ে অর্ধশতর দেখা পান ইনফর্ম ওপেনার পিনাক ঘোষ। তবে ইনিংস লম্বা করতে ব্যর্থ হন এই বাঁহাতি । সাতটি চারে ৬৭ বল খরচায় ঠিক ৫০ রান করে ১৯তম ওভারে কায়েস আহমেদকে উইকেট দিয়ে আসেন তিনি।


৮৮ রানে পিনাককে সাজঘরে পাঠিয়ে নতুন ব্যাটসম্যান তৌহিদ হৃদয়ের উপর চাপ সৃষ্টি করে আফগান বোলাররা। সুফলও পায় তারা। বিপিএলে জাহির খানের বলে ৭ রান যোগ করে পিনাকের পথ ধরেন তৌহিদ।



promotional_ad

২৮তম ওভারে ফের টাইগার ক্যাম্পে আঘান হানে আফগানিস্থান। এবার মিডেল অর্ডারের ভরসা আফিফ হাসানকে বিদায় করতে সক্ষম হয় ওয়াফাদার। আফিফকে ৩ রানের বেশি করতে দেন নি তিনি। 


দ্রুত তিন উইকেট পতনে চাপের মুখে পড়েন চল্লিশ ঊর্ধ্ব রান করে অপরাজিত থাকা সাইফ হাসান। মিডেল ওভারে সাইফকে ফেরাতে পারলেই ম্যাচের পাল্লা আফগান যুবাদের পক্ষে হেলে পড়ার কথা। 


৩৩তম ওভারে সেটাই করে দেখালো কাপ্তান নবীন-উল-হক। সাইফকে ৪৩ রানে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন তিনি। দলীয় ১২৭ রানে সাইফ হসানকে সাজঘরে পাঠিয়ে ম্যাচে ফিরে আফগানিস্তান।





বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ সাইফ হাসান (অধিনায়ক) আফিফ হোসেন, আমিনুল ইসলাম, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ রকিব, নাঈম হাসান, পিনাক ঘোষ, কাজী ওনিক, রবিউল হক, রনি হোসেন, শাকিল হোসেন, টিপু সুলতান, তৌহিদ হৃদয়।


আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলঃ নবীন-উল-হক (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, বাহের শাহ, দারভিস রসুলী, ইকরাম আলী খিল, মোহাম্মদ ইব্রাহিম, মুজিব জাদরান, নিশার ওয়াহদাত, কায়েস আহমদ, রহমতুল্লাহ, তারিক স্ট্যানিকজাই, ওয়াফাদার, ওয়াকারুল্লাহ ইশাক, ইউসুফ জাজাই, জহির খান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball