promotional_ad

বৃষ্টিতে অপেক্ষা বাড়লো দক্ষিণ আফ্রিকার

promotional_ad

ভারতের বিপক্ষে কেপ টাউন টেস্টের দ্বিতীয় দিন শেষে দারুণ অবস্থানে ছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। মাত্র ২ উইকেট হারিয়ে ৬৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিলো ফাফ ডু প্লেসিসের দল।


ফলে কোহলিদের থেকে ১৪২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করার কথা ছিলো প্রোটিয়াদের। বলা যায় ভারতের সামনে বেশ বড় লক্ষ্যই ছুঁড়ে দিতে যাচ্ছিলো তারা।কিন্তু দুঃখের বিষয় ভারী বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি এদিন। পুরোটা দিনই গেছে বৃষ্টির পেটে। 


এর আগে নিজেদের প্রথম ইনিংসে এবি ডি ভিলিয়ার্স এবং ফাফ ডু প্লেসিসের জোড়া অর্ধশতকে ভর করে ২৮৬ রান করতে সক্ষম হয়েছিলো দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া বোলারদের তোপের মুখে মাত্র ২০৯ রানে অলআউট হয়ে যায় সফরকারী ভারত। ফলে ৭৭ রানের লিড পায় প্রোটিয়ারা। 



promotional_ad

কোহলির দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেছিলেন অলরাউন্ডার হার্ধিক পান্ডিয়া। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান এসেছে চেতেশ্বর পুজারার ব্যাট থেকে। এছাড়াও ভুবনেশ্বর কুমার ২৫, শিখর ধাওয়ান ১৬ এবং রোহিত শর্মা ১১ রান করেন। 


দক্ষিণ আফ্রিকার পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন ভারনন ফিল্যান্ডার। ১৪..৩ ওভার বোলিং করে ৩৩ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি। অপরদিকে দ্বিতীয় সেরা বোলার ছিলেন কাগিসো রাবাদা। ১৬.৪ ওভার বোলিং করে ফিল্যান্ডারের থেকে এক রান বেশি দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনিও। এছাড়াও ২ টি করে উইকেট পান ডেল স্টেইন এবং মরনে মরকেল। 


ভারতের ২০৯ রানের জবাবে ৭৭ রানে এগিয়ে থেকে পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৬৫ রানে দ্বিতীয় দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন নাইট ওয়াচ ম্যান কাগিসো রাবাদা ২ এবং হাশিম আমলা ৪ রান নিয়ে খেলতে নামার কথা ছিলো।



কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আর মাঠে নামা হয়নি তাঁদের। তবে আশার কথা হলো আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী টেস্টের শেষ দু’দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। ফলে বাকি দুই দিন পুরো খেলাই অনুষ্ঠিত হবে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball