আবারো ইনজুরিতে স্টেইন

promotional_ad

চার থেকে ছয় সপ্তাহের জন্য ক্রিকেট থেকে আবারো ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেস তারকা ডেল স্টেইন। ভারতের বিপক্ষে কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে বাম পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন তিনি।


শনিবার, ম্যাচের দ্বিতীয় দিনে চা বিরতির আগমুহূর্তে নিজের ১৮তম ওভার করছিলেন স্টেইন। কিন্তু তিন বল করার পরে ওভারটি আর সমাপ্ত করতে পারেননি তিনি। এরপরে মাঠের কাছে একটি হাসপাতালে নিয়ে এক্স রে করানো হয় তাকে।


promotional_ad

রিপোর্ট অনুযায়ী গোড়ালির ইনজুরি সারতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে তার। অর্থাৎ, ভারতের বিপক্ষে চলমান টেস্টে আর নামতে পারছেন না তিনি। খেলতে পারবেন না সিরিজের বাকী টেস্ট গুলোতেও।


এই ম্যাচে এখন পর্যন্ত ৫১ রানে দুই উইকেট নিয়েছেন স্টেইন। আফ্রিকার টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি হতে আর মাত্র তিনটি উইকেট লাগবে তার। এখন পর্যন্ত তার উইকেট সংখ্যা ৪১৯ টি।


উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসের পর ইনজুরিতে সব ধরণের ক্রিকেট থেকে দূরে ছিলেন স্টেইন। চলতি ম্যাচ দিয়েই ক্রিকেটে ফিরেছিলেন গতি এবং সুইংয়ের এই সম্রাট।


আর তার ইনজুরির ব্যাপারে সন্দেহ থাকায় তাকে ছাড়াই মাঠে নামতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন। কিন্তু শেষ মুহূর্তে দলের বাকী তিন পেসারের পাশে তাকেও একাদশে নেন দলের নির্বাচকরা।



ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball