promotional_ad

পরাজয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু পাকিস্তানের

promotional_ad

ওয়েলিংটনে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো সরফরাজ আহমেদের পাকিস্তান। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী পাকিস্তানকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৬১ রানে হারিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। 


এদিন জয়ের জন্য নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৫৪ রান যোগ করতেই উপরের সারির চার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বসে সফরকারীরা। 


দলীয় রান ১০০ হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে বসলেও উইকেটে থিতু হয়ে খেলছিলেন ওপেনার ফখর জামান। তাকে সঙ্গ দেন তরুন লেগ স্পিনার শাদাব খান। এই দুজন মিলে হাল ধরে দলের পূঁজি ১০০ রানের উপর নিয়ে যান।


কিন্তু দলীয় ১৩২ রানের সময় শাদাবকে বিদায় করেন ট্রেন্ট বোল্ট। এরপর ফাহিম আশরাফকে সঙ্গে নিয়ে ভালোই খেলছিলেন ওপেনার ফখর। স্কোরবোর্ডে ৩০ ওভারে ১৬৬ রান তোলার পর ম্যাচে হানা দেয় বৃষ্টি।



promotional_ad

এরপর বৃষ্টির কারণে আর কোন বল মাঠে গড়ায়নি। বৃষ্টি আঈনে কিউইদের ৬১ রানে জয়ী ঘোষণা করা হয়। পাকিস্তানের হয়ে ফখর জামান অপরাজিত থাকেন ৮২ রান নিয়ে। কিউইদের পক্ষে টিম সাউদি ২২ রান দিয়ে একাই নেন ৩টি উইকেট।


এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান পাক দলপতি সরফরাজ আহমেদ। পাকিস্তানের আমন্ত্রণে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে নির্ধারিত পঞ্চাশ ওভারে ৭ উইকেটে ৩১৫ রান স্কোরবোর্ডে যোগ করে ব্ল্যাক ক্যাপ্সরা।


অধিনায়ক কেন উইলিয়ামসন করেন সর্বোচ্চ ১১৫ রান। এছাড়াও কলিন মুনরো ৫৮ এবং হেনরি নিকোলসের ব্যাট থেকে আসে ৫০ রান। পাকিস্তানের হয়ে হাসান আলী শিকার করেন ৩টি উইকেট। 


নিউজিল্যান্ড একাদশ-



মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, টড অ্যাস্টেল, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট। 


পাকিস্তান একাদশ- 


আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী, রুম্মান রাইস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball