promotional_ad

দুপুরে সাকিবদের মুখোমুখি মাশরাফিরা

promotional_ad

আসন্ন ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে আজ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। স্কোয়াডে ডাক পাওয়া ৩২ সদস্যের মধ্যে ২৪ জন ক্রিকেটার লাল এবং সবুজ দুটি দলে ভাগ হয়ে ম্যাচটি খেলবেন।


বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে লাল দলকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। অপরদিকে সবুজ দলটি খেলবে মাশরাফি বিন মর্তুজার অধীনে।  


আজকের ম্যাচটিতে দলের বাইরে রাখা হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মমিনুল হক, শফিউল ইসলাম, শুভাশিস রায়, সাদমান ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান। 



promotional_ad

এই প্রস্তুতি ম্যাচের পর আগামী ৯ই জানুয়ারি দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টাইগাররা। সেখানেও অবশ্য মোসাদ্দেক, মমিনুলদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম রয়েছে।


কেননা আগামী বাংলাদেশ ক্রিকেট লীগের আসরে (বিসিএল) খেলার জন্য ইতিমধ্যে এই ক্রিকেটারদের ছুটি দিয়ে দিয়েছেন নির্বাচকেরা। স???তরাং বলা যায় প্রস্তুতি ম্যাচ না খেলতে পারায় ত্রিদেশীয় সিরিজে ডাক পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ মমিনুলদের। কারণ প্রস্তুতি ম্যাচের পারফর্মেন্সের ওপর ভিত্তি করেই মূলত চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করা হবে। 


বিসিবি লাল দল-  তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আরিফুল হক, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবুল হাসান রাজু।



বিসিবি সবুজ দল-  ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball