promotional_ad

৫০ বছর পর সোবার্সের সঙ্গী স্মিথ

promotional_ad

অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে মাঠে নেমেই সাদা পোষাকের ক্রিকেটে ৬০০০ রান পূরণ করেছেন অজি দলপতি স্টিভেন স্মিথ। এই টেস্টের আগে এই মাইলফলকের চেয়ে মাত্র ২৬ রানে পিছিয়ে ছিলেন স্মিথ। তবে, এই অজি তারকার বর্তমান ফর্ম বিবেচনায় অনুমিতই ছিল মাঠে নেমেই যে মাইলফলক ছুঁবেন তিনি।




তাই হলো। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, দিনে শেষ হওয়ার অনেকটা আগেই টেস্টে ৬০০০তম রানটা পেয়ে গেছেন স্মিথ। অজি দলপতির মাইলফলকের দিনে অস্ট্রেলিয়ারও দিনটি বেশ ভালো গিয়েছে। তারা মাত্র ২ উইকেটে ১৯৩ রান নিয়ে দিন শেষ করেছে।




ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়া এখনো ১৫৩ রানে পিছিয়ে রয়েছে। এদিকে, মাইলফলক স্পর্শ করে ক্যারিবিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্সের সঙ্গী হয়েছেন স্মিথ। ১৯৬৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি।





promotional_ad

মাত্র ১১১তম ইনিংসে এ রান করে এ মাইলফলকের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হয়েছিলেন এই ক্যারিবিয়ান তারকা। এরপর তাঁকে আর টপকাতে পারেনি কেউ। কুমার সাঙ্গাকারা (১১৬) ও সুনীল গাভাস্কার (১১৭) কাছাকাছি গিয়েছিলেন ঠিকই। কিন্তু সোবার্সকে ছুঁতে পারেননি কেউই।




স্মিথ ১১০ ইনিংসে ৫৯৭৪ রান নিয়ে সিডনি টেস্ট শুরু করেছিলেন। সোবার্সকে ছুঁতে চাইলে প্রথম ইনিংসেই অন্তত ২৬ রান করতে হতো স্মিথকে। ইনিংসের ৫৬তম বলেই সেটা করে ফেলেছেন অজি দলপতি। ৬ হাজার রান তোলায় দ্বিতীয় দ্রুততম রেকর্ডের সঙ্গী এখন দুজন—সোবার্স ও স্মিথ।




দ্রুততম ৬ রানের রেকর্ডে সবার উপরে আছেন অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। ৬ হাজার রান করতে মাত্র ৬৮টি ইনিংস খেলেছিলেন তিনি। এদিকে, মাইলফলক ছুঁয়ে সব আলো নিজের দিকে তুলে নিলেও ইংলিশদের বিপক্ষে শেষ টেস্টে ম্যাচের নায়ক এখন পর্যন্ত উসমান খাজা।





ব্যক্তিগত ১ রানে ব্যানক্রফট আউট হওয়ার পর ব্যাটহাতে নামেন খাজা। তারপর স্মিথকে (৪৪*) সঙ্গী করে দ্বিতীয় দিন শেষে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। ২০৪ বল খেলে তুলেছেন ৯১ রান। ৭ চার ও ১ ছক্কায় এই দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন খাজা।




এর আগে ফিফটি পেয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারও। ৬ বাউন্ডারিতে ৫৬ করা ওয়ার্নারকে জেমস অ্যান্ডারসন ফেরানোর পর ইংলিশ বোলারদের চেপে ধরেন স্মিথ ও খাজা। এই দুজনের ১০৭ রানের তৃতীয় উইকেট জুটিতে শেষ টেস্টের সিডনী টেস্টের দিন শেষে চালকের আসনে অজিরাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball