promotional_ad

পিচ নিয়ে আইসিসির নতুন নিয়ম

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে উইকেটের সমালোচনা করে বড় অঙ্কের জরিমানা গুনেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক তামিম ইকবাল। তাছাড়া, গতকালই অ্যাশেজ সিরিজে মেলবোর্নের পিচকে 'বাজে' বলেছে আইসিসি।




গত বছরই, বাংলাদেশ আর অস্ট্রেলিয়া সিরিজেও পিচ নিয়ে সমালোচনা হয়েছে। সেবার, ঢাকা টেস্টের উইকেটকে আইসিসি 'বাজে' রেটিং দিয়েছিল। পিচ নিয়ে একের পর এক সমস্যা লেগেই রয়েছে।





promotional_ad

বাজে রেটিং পাচ্ছে, কিউরেটররা সমালোচিত হচ্ছেন। তারপরও, এর কোনো সমাধান হচ্ছে না। কোনো পথ না পেয়ে, এই বিষয়ে হস্তক্ষেপ করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।




আইসিসি তাই পিচের ব্যাপারে নতুন কিছু আইন প্রণয়ন করতে যাচ্ছে, যা আগামী ৪ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই আইন চালুর পরিকল্পনা করছে আইসিসির কার্যনির্বাহী পরিষদ। এই বিষয়ে বেশ কিছু দিক নির্দেশনাও দিয়েছে আইসিসি।





নতুন আইনে, যদি কোনো ভেন্যু প্রয়োজনীয় বিষয়গুলো ঠিকঠাক মতো পালন করতে না পারে, তবে ডিমেরিট পয়েন্ট পাবে। এই ডিমেরিট পয়েন্ট থাকবে পাঁচ বছর পর্যন্ত। এর মধ্যে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে ১ বছরের নিষেধাজ্ঞা পাবে ভেন্যুটি।




এই প্রসঙ্গে আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, 'যখন একটি ভেন্যু পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেয়ে যাবে, ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে নিষেধাজ্ঞা পাবে। ১০টি ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ মাসের জন্য নিষিদ্ধ হবে ভেনু্যটি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball