promotional_ad

দল নির্বাচনে পাপন-মাশরাফীর বিশেষ বৈঠক

promotional_ad

আসন্ন শ্রীলংকা সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে বর্তমানে পুরোদমে প্রস্তুতি ক্যাম্পে অনুশীলন করছে টাইগার ক্রিকেটাররা। ক্যাম্পে অংশ নেয়া মোট ৩২ ক্রিকেটার থেকেই আসন্ন সিরিজ দুটির জন্য দল নির্বাচন করা হবে।


আগেই জানা গিয়েছিল জানুয়ারির প্রথম সপ্তাহেই সিরিজ দুটির জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা। তবে দল কেমন হবে বা দলে নতুন মুখ থাকছে নাকি সেটা নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি।


হেড কোচ না থাকায় দলের ভারপ্রাপ্ত কোচের ভূমিকায় আছেন খালেদ মাহমুদ সুজন। সুজনের অধীনে থেকেই বর্তমানে ক্যাম্পে নিজেদেরকে ঝালাই করে নেয়ার পাশাপাশি খেলোয়াড়রা নিজেদের ফিটনেস ইস্যু নিয়ে কাজ করছেন। 


আর আসন্ন সিরিজ দুটিকে বেশ গুরুত্বের সাথে নিচ্ছেন জাতীয় দলে থাকা সব ক্রিকেটারই। তাই তো নিজেদের সেরাটা দিয়ে দলে জায়গা করে নিতে মরিয়া আরিফুল-রনিদের মত তরুন ক্রিকেটাররা।


সাকিব-মাহমুদুল্লাহ রিয়াদরা দলে অটো চয়েজ হলেও সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে টাইগার স্কোয়াডে থাকা কয়েকজন ক্রিকেটারকে বাইরে রেখেই দল সাজাতে পারেন নির্বাচকরা। সেক্ষেত্রে ভাগ্য খুলে যেতে পারে আনামুল হক বিজয় বা আবু জায়েদ রাহিদের মত ক্রিকেটারদের।



promotional_ad

তবে আসন্ন সিরিজ দুটিতে টাইগাররা যেমন স্কোয়াড নিয়েই খেলুক ওয়ানডে অধিনায়ক মাশরাফীর বিশ্বাস তার দল ভালো খেলেই সিরিজ দুটি নিজেদের করে নিবে। আর দল ঘোষণার আগেই তিনি কথা বলেছেন বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে।


আশা করছেন সবাই মিলে সেরা পারফর্মারকেই আসন্ন দুটি সিরিজের জন্য সুযোগ দিবেন। থাইল্যান্ড থেকে দেশে ফিরে মঙ্গলবার প্রথমবারের মত টাইগারদের প্রস্তুতি ক্যাম্পের যোগ দিয়েছেন মাশরাফী।


আর প্রস্তুতি ক্যাম্পে অনুশীলন শেষে আসন্ন দুটি সিরিজের স্কোয়াড নিয়ে কথা বলেন এই টাইগার কাপ্তান। সেখানে তিনি জানিয়েছেন, 'নির্বাচকরা বসে আলোচনা করে দল দেন। আমিও পরামর্শ দিবো। একদম যে পরামর্শ দিবো না, তা নয়।


'এখন যেহেতু কোচ নেই, সুজন ভাই এবং অন্যেরা আছে; তারা নির্বাচকদের সঙ্গে বসে আলোচনা করে দল দিবেন। এখন ৩২-৩৩ জন অনুশীলন করছে। এ নিয়ে আলোচনা হয়েছে (নাজমুল হাসান পাপনের সঙ্গে)।'


এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের ব্যর্থতা ভুলে সামনের সিরিজগুলোতে মনোযোগী হতে চান ম্যাশ। পাশাপাশি মাশরাফী আরও মনে করেন বিদেশের মাটিতে যতদিন না টাইগাররা ভালো করবে ততদিন নিজেদেরকে পরিপক্ব দল ভাবা ঠিক নয়। তিনি আরও বলেন,



'আমার মনে হয় না কঠিন কিছু হবে। বিশেষ করে ওয়ানডেতে। কারণ একটা সিরিজ দিয়ে সব কিছু বিবেচনা করা যায় না। নিউজিল্যান্ডেও তিন-শূন্যতে হেরে এসেছিলাম। কিন্তু এ রকম চাপে পড়িনি। কিন্তু দক্ষিণ আফ্রিকায় প্রতিটি ফরম্যাটে বাজে খেলেছি। আমাদের এখন কাজ হবে ঠিক কাজটা করা। 


'হোমের জয় বিদেশে কোনো হেল্প করবে না। কারণ হোম-অ্যাওয়ের মধ্যে আকাশপাতাল ব্যবধান থাকে। হোমের সিরিজটা আমরা জিততে চাই। কিন্তু এটাকে অ্যাওয়ের সাথে মেলানোর সুযোগ নাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball