promotional_ad

শচীন- ইউসুফদের টপকে গেলেন স্মিথ

promotional_ad

অস্ট্রেলিয়া দলে স্টিভ স্মিথের অভিষেক হয়েছিলো একজন লেগ স্পিনার হিসেবে। লেগ স্পিনে পরিপক্ব হওয়ার পাশাপাশি ব্যাট হাতেও রান করতে দক্ষ ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।


সাদা পোষাকের ক্রিকেটে প্রথম তিন বছরে স্মিথের ব্যাটিং গড় ছিল ৩৫। ১৬ ম্যাচে সেঞ্চুরির সংখ্যা ছিল মাত্র ২টি। কিন্তু ২০১৪ সাল থেকে একজন পুরোদস্তুর ব্যাটসম্যান হয়ে উঠেন এই ডানহাতি।


২০১৪ থেকে ২০১৭ সালে স্মিথের মোট সেঞ্চুরি ২১টি। ক্যারিয়ারের ২৩টি শতকের ২১টিই এসেছে অধিনায়কত্ব হাতে পাওয়ার পর। স্মিথ ২০১৪ সালে ৮১.৮৫ গড়ে ১১৪৬ রান সংগ্রহ করেছেন। 


এর ঠিক পরের বছর ৭৬.৭০ গড়ে  ১৪৭৪ রান সংগ্রহ করেন এই অজি অধিনায়ক। তার পরের বছরটি অবশ্য ভালো যায়নি স্টিভেন স্মিথের। ২০১৬ সালে স্মিথের ব্যাট থেকে এসেছে ১০৭৯ রান।



promotional_ad

গড়টাও ছিলো দুর্দান্ত (৭১.৯৩)। তাছাড়া ২০১৭ সালটাও অসাধারণ গিয়েছে অস্ট্রেলিয়ান দলপতির। তিনি ৭৬.৭৬ গড়ে রান করেছেন ১৩০৫। আর গত চার বছরে ৪৪ ম্যাচে ৭৯ ইনিংসে স্মিথের সংগ্রহ ৫০০৪ রান। গড় ৭৫.৮১। ব্যাট হাতে তার সর্বোচ্চ ইনিংস ২৩৯ রানের।


এই চার বছরে ১৭ টি অর্ধশতকের সাথে ২১ টি দুর্দান্ত শতক করেছেন স্মিথ। এদিকে মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসের শতক হাঁকাতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ঠিকই শতক হাঁকিয়েছেন এই অজি।


যা ছিল টেস্ট ক্যারিয়ারে তার ২৩তম শতক। আর এই শতকের মধ্যে দিয়ে স্মিথ ছাড়িয়ে গিয়েছেন এশিয়ার দুই কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এবং পাকিস্তানের মোহাম্মদ ইউসুফকে।


সবচেয়ে কম ইনিংস খেলে ২৩টি শতক হাঁকানোর কীর্তিতে সবার উপরে আছেন কিংবদন্তী স্যার ডন ব্র্যাডম্যান। ২৩তম শতক হাঁকাতে ব্র্যাডম্যান খেলেছিলেন ৫৯টি ইনিংস। দ্বিতীয় স্থানে আছেন ভারতের সুনীল গাভাস্কার। ১০৯ ইনিংস খেলে ২৩তম শতক পেয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। 



আর এই তালিকায় তিন নম্বরে আছেন স্টিভ স্মিথ। অল্পের জন্য গাভাস্কারকে ছাড়াতে পারেননি তিনি। ২৩তম সেঞ্চুরি হাঁকাতে স্মিথ খেলেছেন মোট ১১০ ইনিংস। ১২৪ ইনিংস খেলে ২৩তম শতক হাঁকিয়েছিলেন ভারতের গ্রেট টেন্ডুলকার। আর ইউসুফের লেগেছিল মোট ১২২টি ইনিংস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball